Ads

দাম্পত্য সিরিজঃ অরাজনৈতিক ঝগড়া

মাহজেবিন মম

-এই শুনছো, সামনে আমাদের চতুর্থ বিবাহ বার্ষিকী না?
উনি আমার উদ্দেশ্যে বললেন । তার কথার প্রত্যুত্তরে আমি বললাম,
– হুম, কিন্তু এই চার বছরেই আপনি আমাদের বিবাহ বার্ষিকী ভুলে গেলেন। এটা কোনো কথা? চৌদ্দ বছর পার হলে তো আমাকেই চিনতে পারবেন না।
উনি একটা হাসি দিয়ে বললেন,
-ধুররর, কি যে বলোনা তুমি। আচ্ছা বাদ দাও, আজকে কি খাবো আমরা? কি রান্না করেছো?
-ইউটিউবে নতুন একটা রেসিপি দেখেছি, চিকেন মাঞ্চুরিয়ান। ভাবছি এটাই আজকে রান্না করবো।
– মাঞ্চুরিয়ান কি চাইনিজ রেসিপি নাকি?
-হুম, কেমনে বুঝলেন?
-আরে মাঞ্চুরিয়ান নামে চায়নার একটা প্রদেশ আছে যেটা ১৯৩১ সালে জাপান দখল করে নিয়েছিলো। এরপর…
আমি বিরক্ত হয়ে প্রস্থান করিলাম।উনি আবার বললেন,
-কি ব্যাপার বল তো, চুপ করে আছো কেন? রাগ করেছো নাকি?
– নাহ, খুশি হয়েছি। আজ থেকে আপনি পশ্চিম জার্মানি আর আমি পূর্ব জার্মানি। আমাদের দুজনের মাঝে থাকবে বার্লিন প্রাচীর।
– আরে বার্লিন প্রাচীর তো ১৯৮৯ সালেই ভেঙে ফেলা হয়েছিলো। তাই আমাদের মধ্যকার প্রাচীরও ভেঙে যেতে পারে। তার চেয়ে তুমি বরং দক্ষিণ কোরিয়া হও আর আমি উত্তর কোরিয়া। সেই যে ১৯৪৫ এ আলাদা হয়েছিলো এখনও এক হয়নি। সানশাইন পলিসিরও বাস্তবায়ন ঘটেনি।
– ধুরররর,, আপনি একটা কিম জং উন।
– তুমি তো ডোনাল্ড ট্রাম্পের ফটোকপি, মাস্ক পরতে চাও না একদমই।
– আমি মোটেই ডোনাল্ড ট্রাম্প না কিন্তু আপনি কিম জং উন। ঐ ব্যাটা একটা হিটলার।
– ছিঃ মম, তুমি আমাকে কিম জং উন বললে আবার হিটলারের মতো নিষ্ঠুর বদ লোকের সাথেও তুলনা করতে পারলে? আমি খুবই মন খারাপ করেছি।
– আচ্ছা আচ্ছা আর মন খারাপ করা লাগবে না, বিক্কু( বিস্কুট) কিইন্না দিমুনে।
-এই প্রতিশ্রুতি তো তুমি সবসময় দাও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি পরিবর্তন যেমন বাস্তবায়ন হয় না তেমন তোমার বিক্কু কিনে দেওয়ার প্রতিশ্রুতিরও কোনো বাস্তবায়ন নাই। আমি হতাশ…
– ধুররররর,,,আপনার সাথে আর কথাই বলব না,বিদায়….
অভিমানের সাথে বলে হাটা শুরু করলাম । উনি আমার উদ্দেশ্যে বললেন,
– আরে আরে যাচ্ছো কোথায়?
– ব্রহ্মপুত্রে ডুব দিতে যাই।
উনি একটা মেকি হাসি দিয়ে বললেন,
-ব্রহ্মপুত্রে ডুব দিয়ে কি কোন লাভ আছে নাকি বোকা মেয়ে। ব্রহ্মপুত্রে তো এখন পানিই নাই আগের মতো। আর ভারত যে আন্তনদী সংযোগ প্রকল্প হাতে নিয়েছে তা বাস্তবায়ন হলে তো ব্রহ্মপুত্র মরুভূমি হয়ে যাবে।
– ঠিকাছে, দিলাম না ডুব, আপাতত আপনার অত্যাচার থেকে বাঁচতে মায়ের বাসায় চললাম…..
(চলবে)

লেখকঃ শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন