Ads

আমি নারী

তৃপ্তি পোদ্দার

আমি নারী, আমি সন্তান

ধারণ করতে পারি

আমি বারণ করতে পারি

আমি রাঁধতে পারি

আমি চুলে নতুন নকশাও দিতে পারি ।

 

আমি নারী আমি পারি

মা-বাবা আগলে রাখতে

আর অচেনা- অজানা

একটা নতুন পরিবারকে  নিজের করে নিতে ।

আমি পারি পিঠায় নকশা তুলতে,

আমি ওজন স্তর নিয়েও চিন্তা করতে পারি,

সোলার সিস্টেমকে নিয়েও কাজ করতে পারি আমি ।

আমি কাক ঢাকা ভোর থেকে মধ্যে রাত অবদি

কাজ করতে পারি ।

 

আমি সেই নারী,

আমি জন্ম, আমি শিশু,

আমি মেয়ে,আমি বালিকা,

আমি কিশোরী, আমি স্ত্রী, আমি মা,

আমি চাচী, আমি শ্বাশুড়ী,

আমি নানী, আমি মৃত্যূ।

কবিঃ আর্লি চাইল্ডহুড এন্ড চিলড্রেন রাইট’স এক্সপার্ট, ইউকে

আরও পড়ুন