Ads

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর হাতে গার্ডিয়ানের বই!

 মহীয়সী ডেস্কঃ 

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর হাতে গার্ডিয়ানের বই! বইটি কিভাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর হাতে পৌছায় তা নিয়ে জানান লেখক আমিরুল মোমেনিন মানিক ।

বইটির লেখক আমিরুল মোমেনিন মানিক বলেন “ আমার লেখা ‘বিপ্লবী আনোয়ার ইবরাহিম’ পৌঁছে গেছে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম এর কাছে । বইটি মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী’র রোমাঞ্চকর জীবনের উত্থান-পতনের ঘটনা নিয়ে লেখা।

আমার মতো সামান্য একজন মানুষের জন্য এটা বিরাট অনুপ্রেরণার বিষয় ! গত ২৩ শে জুলাই ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম এর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং পেনাঙ রাজ্যের সংসদ সদস্য অধ্যাপক ড.মোহাম্মদ ফাওজান এইচ জে নূরদিন। তাকে উপহার দিয়েছিলাম জীবনভিত্তিক উপন্যাস ‘বিপ্লবী আনোয়ার ইবরাহিম’। হোটেল পূর্বানীতে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি অতিথি ছিলেন ।

জনাব নূরদিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিমের হাতে বইটি তুলে দেন। এ সময় জনাব ইবরাহিম বাংলা ভাষায় তাকে নিয়ে প্রথম বই প্রকাশিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন।

দক্ষিণপূর্ব এশিয়ার সবচেয়ে মজলুম নেতা আনোয়ার ইবরাহিমকে নিয়ে এই বইটি প্রকাশিত হয় ২০২০ সালে। প্রকাশ করে গার্ডিয়ান পাবলিকেশন্স। জীবনে এগিয়ে যেতে যারা অনুপ্রেরণা খোঁজেন, তাদের অবশ্যই বইটি পড়া উচিৎ। দারুণ সাহস এবং আত্মবিশ্বাস পাবেন উপন্যাসটি পড়লে।”

গার্ডিয়ান পাবলিকেশন্স এর প্রকাশক নূর মোহাম্মাদ বলেন

“মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর হাতে গার্ডিয়ানের বই!সবসময় বলি—আল্লাহ তায়ালা খাস মেহেরবানি করে প্রকাশনা জগতে কাজ করার সুযোগ দিয়েছেন৷ প্রত্যাশার চেয়েও অনেক বেশি ঢেলে দিয়েছেন৷

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের হাতে গার্ডিয়ানের বই ‘বিপ্লবী আনোয়ার ইব্রাহিম’ তুলে দিয়েছেন মালয়েশিয়ার পার্লামেন্ট মেম্বার ড. ফাওজান এইচ জে নূরদিন৷ তিনি কিছুদিন পূর্বে বাংলাদেশ সফরে আসলে গ্রন্থের লেখক আমিরুল মোমেনিন মানিক ভাই তাকে উপহার হিসেবে বইটি প্রদান করেন। মানিক ভাই আপনাকে অভিনন্দন। আপনার বই এখন আনোয়ার ইব্রাহিমের হাতে। আলহামদুলিল্লাহ৷”

এইভাবে বাংলাদেশী বই ছড়িয়ে পড়ুক বিশ্ব দরবারে…

 

 

আরও পড়ুন