চীনের উইঘুর মুসলিম কবি মুহেমেত আব্দুশুকুরের কবিতা: রাত
অনুবাদঃ জুম্মি নাহদিয়া
চেয়েছিলাম সেই রাতটা আমার চুলের মত স্বল্পদীর্ঘ হোক,
আর আমার হৃদয়ের মতই দীপ্তি ছড়াক খুব চেয়েছিলাম,
আরও চেয়েছিলাম এই জীবনের সঙ্গে তোমার আমার দূরত্বকে একদম বেঁধে ফেলতে।
সমস্ত অশ্রুজল নিছক আমার চোখের জল হয়েই থাকুক…