Ads

আপনার সন্তানকে বন্ধু বানান

(পর্ব -১৫)
   – নুরে আলম মুকতা
বিশিষ্ট বিজ্ঞানী ব্রকমেয়ের এক লেখায় বলেছিলেন ” বিংশ শতাব্দীতে এসেও আমাদের সমাজে একধরনের ট্যাবু রয়ে গিয়েছে। এটি অত্যন্ত পরিতাপের বিষয় যে যৌনবাহিত প্রাণঘাতি রোগগুলো সম্পর্কে কেউ সহজে মুখ খোলে না। কারো রোগ সম্পর্কে কোন বিষয় যদি বাইরে প্রকাশিত হয় তবে সমাজ বা আশেপাশের লোক এড়িয়ে চলে। এটি একেবারে অনাকাঙ্ক্ষিত। বরং আমাদের চেষ্টা করা দরকার কিভাবে এটি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব তিনি যোগ করেন।”
বিজ্ঞানীর কথাটি কত আবেগ পূর্ণ তা আমাদের একটু ভেবে দেখা আবশ্যক। কেন ভেবে দেখবো এ বিষয়ে আলোকপাত করা যেতে পারে। এ রোগগুলো প্রায় ক্ষেত্রেই সংক্রামক। আমার এক বন্ধু বেশ কয়েক বছর আগে প্রবাস জীবনে আমাকে চিঠি লিখে আবেদন করলো বেশ কিছু সমস্যা লিখে। আমি বুঝতে পারলাম ও কি রকমের বেকায়দায় পড়েছে। কিন্তু দ্রুত সাহায্য করার তো আর উপায় নেই। এখনকার মতো নেট আর মোবাইল তখন তো আর ছিলো না। তাই চিঠি চালাচালি শুরু হলো। ভাগ্যিস দেশটি দক্ষিণ এশিয়ার প্রতিবেশি। পনেরো দিন লাগতো চিঠি যেতে আসতে। ঐ পনেরো দিনের মধ্যে আমি কৌশলে একটি পার্সেলে চিকিৎসক বন্ধুর পরামর্শে কিছু ওষুধ পাঠিয়ে দিলাম। চিকিৎসক বন্ধুকে ধন্যবাদ যে ও এমন করে পরিকল্পনা করলো বন্ধুটি বাড়ি না আসা পর্যন্ত চিকিৎসা চালিয়ে নিতে পারবে। গল্পটি এখানে অনাকাঙ্ক্ষিত হতে পারে। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো তখন ও বন্ধু বিষয়টি আমার কাছে শেয়ার না করলে বড় রকমের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যেতে পারতো। আমি মনে হয় বোঝাতে সক্ষম হয়েছি যে, আমরা সন্তানের বন্ধু হব কি না।
সিফিলিসের জীবানু, মানুষের ঠোঁটে সংক্রমণ
গত পর্বে আমরা যৌনবাহিত রোগগুলো সম্পর্কে আলোকপাত করা শুরু করেছি। আমরা ধারাবাহিকতা বজায় রেখে সামনে যাবার চেষ্টা করি। প্রিয় বন্ধু আপনাদের কারো প্রশ্নের উত্তর আমি দিতে অক্ষম এজন্য যে, পরম সম্মানিত চিকিৎসক ও চিকিৎসা বিষয়ক বিশেষজ্ঞের আমাদের অভাব নেই। রোগ নিরাময়ের জন্য আমরা সম্মানিত চিকিৎসক ভাই বোনের দ্বারস্থ হবো।
আমরা আমাদের খুবই সীমিত পরিসরে নিজের সন্তান সন্ততিদের যতটুকু সম্ভব শালীনতা ও বন্ধু সূলভ ব্যবহারে সচেতন রাখার চেষ্টা করে যাই।
সিফিলিস একটি পুরনো যৌন রোগ। অনেক বিশেষজ্ঞ বলেছেন, কলম্বাস ১৪৯৩ সালে যখন পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের হাইতিতে সমুদ্র অভিযানে বিশাল নৌবহরে তার নাবিকদের নিয়ে পৌঁছান তখন এ রোগের ট্রান্সফরমেশন শুরু হয়। আবার কেউ কেউ বলেন ফরাসী সম্রাট অষ্টম চার্লস ১৪৯৫ খৃষ্টাব্দে ইটালী আক্রমণ করার সময় সেনাদের মাধ্যমে এ রোগ সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে। ইতালি সহ বেশ কয়েকটি দেশে এ রোগের প্রাদুর্ভাবে মহামারী দেখা দেয়। এজন্য এটিকে আমাদের দেশে ফিরিঙ্গি উপদংশ, গর্মি বা গর্মি রোগ বলে। এটি একটি মারাত্বক ছোঁয়াচে রোগ। এর জীবানুটির নাম Treponema pellidum. উপজাত পেলিডাম।
সিফিলিস একটি পুরনো যৌন রোগ। অনেক বিশেষজ্ঞ বলেছেন, কলম্বাস ১৪৯৩ সালে যখন পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের হাইতিতে সমুদ্র অভিযানে বিশাল নৌবহরে তার নাবিকদের নিয়ে পৌঁছান তখন এ রোগের ট্রান্সফরমেশন শুরু হয়। আবার কেউ কেউ বলেন ফরাসী সম্রাট অষ্টম চার্লস ১৪৯৫ খৃষ্টাব্দে ইটালী আক্রমণ করার সময় সেনাদের মাধ্যমে এ রোগ সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে। ইতালি সহ বেশ কয়েকটি দেশে এ রোগের প্রাদুর্ভাবে মহামারী দেখা দেয়। এজন্য এটিকে আমাদের দেশে ফিরিঙ্গি উপদংশ, গর্মি বা গর্মি রোগ বলে। এটি একটি মারাত্বক ছোঁয়াচে রোগ। এর জীবানুটির নাম Treponema pellidum. উপজাত পেলিডাম।
এটি শুধু যৌন সঙ্গমেই ছড়ায় না, চুমুতেও ছড়াতে পারে। সেবিকা, দাই, দন্তচিকিৎসক, রক্ত সঞ্চালন ইত্যাদির মাধ্যমে সংক্রমণের সম্ভাবনা থাকতে পারে। অবৈধ যৌন সঙ্গী হলে তো সংক্রমিত হবার সম্ভাবনা বেশি। কারণ অবৈধ যৌন সঙ্গী যথেচ্ছাচার জীবনে অভ্যস্ত হবার সম্ভাবনাই প্রবল। সিফিলিসের জীবানু আঙ্গুলের মাধ্যমেও ছড়াতে পারে। শরীরের সুক্ষ্ম অনুভূতি প্রবণ সব এলাকাতে এ জীবানুটির বিচরন। ঠোঁট, মুখ, গলা, স্তন, জননাঙ্গ তার সাথে ক্ষুদ্র ক্ষত হলে তো পোয়াবারো। এটি এমন একটি ত্বক সংক্রমণ যা যন্ত্রণা বিহীন বা চুলকানি নাও হতে পারে। প্রাথমিক ভাবে এটি ত্বক পাতলা করে দেয়। ধীরে ধীরে বড় হয়ে পুঁজ,রস নিঃসরণ করে। এটি প্রথম বিস্তৃত হয়েছিলো নৌবন্দরে। এখন ছড়িয়েছে সর্বত্র। নৌবন্দরে কেন? প্রিয় বন্ধু আমরা বুঝতে পেরেছি মনে হয়। জননাঙ্গের শীর্ষ ভাগ ক্ষতিগ্রস্ত করে ভেতরে প্রবিষ্ট হতে পারে। চুম্বনের বিষয়ে খুবই সতর্ক অবস্থানে যেতে হবে। সিফিলিসের জীবানু চুম্বনে একটু বেশি সক্রিয় মনে হয়। গবেষকেরা তাই বলছেন। উঠতি বয়সের ছেলেমেয়েরা আবার এ প্রক্রিয়ায় বেশি আক্রান্ত। আমরা একটু বোঝানোর চেষ্টা করি। বার বার চেষ্টা করি। একদম সফল না হলেও মেসেজটি তো দিতে পারবো।
(চলমান)
লেখকঃ সাহিত্যিক,শিক্ষক ও সহ-সম্পাদক,মহিয়সী।
আরও পড়ুন