Ads

সার্কল অফ লাইফ

এইচ বি রিতা

ধারাবাহিকতায় একটি প্রজন্মের পরিবর্তন ঘটবে
প্রাণবন্ত প্রাদুর্ভাব ঘটবে
আবার সবকিছু শুরুর দিকে ফিরে আসবে।
দিস ইজ এ্য সার্কল অফ লাইফ।

বয়সের সাথে আজকের ত্বক, সৌন্দর্য্য
একদিন ধূলিসাৎ হবে, দাগ কাটবে
চামড়ায় ভাঁজ পড়বে, কুঁচকে যাবে
কালো চুল সাদা হবে
শক্ত হাড়, মাংসগুলো একদিন দুর্বল হবে
ঝুলে পড়বে
যৌন তাড়না ছেড়ে একদিন কেবল;
হাতের স্পর্শটুকুই সঠিক-নিরাপদ মনে হবে।
দিস ইজ এ্য সার্কল অফ লাইফ।

আজকের ভাবনাগুলো একদিন ‌অমুলক মনে হবে
প্রাপ্তি-অপ্রাপ্তি ছেড়ে
দৌড়-ঝাঁপ নয়, দাঁড়াতে পারলেই যথেষ্ট মনে হবে
চকচকা দাঁত রেখে দাঁতের মাড়ি টুকুই যথার্থ মনে হবে।
দিস ইজ এ্য সার্কল ‌অফ লাইফ।

প্রিয় আঙ্গুল সোনার রিং ছেড়ে খোঁজে ফিরবে,
অন্য পাঁচটি আঙ্গুল
হরিনী কাজল চোখে ছানি পড়ে গেলে,
ঝাপসা পৃথিবী দেখা মায়া তাড়িত মানুষ
খোঁজে ফিরবে অন্যের হাত
স্বচ্ছ নীলাকাশ ছেড়ে ঘোলাটে হালকা নীলে;
কবি তখনো খোঁজবেন ডানা ঝাপটানো পাখী!
দিস ইজ এ্য সার্কল অফ লাইফ।

ভালবাসা কাঙ্গাল মানুষ শব্দ হারাবেন
তুখোড় দৃষ্টিতে অবলোকন করবেন ফেলে আসা স্মৃতি
স্মৃতিতে প্রেম, বিরহ, অপ্রাপ্তি
কারো খোঁজে নিজ হাতে গড়া শৈল্পিক নকশীকাঁথা হাতরিয়ে
অশ্রু ঝরাবেন
কিছু মানুষ জীবন মৃতুর সন্ধিক্ষনে মুক্তি চাইবেন
দিস ইজ এ্য সার্কল অফ লাইফ।

আবারো আমরা জন্ম নেব,
যত্ন পাবো
পরিনত বয়সে ভোগ করবো
এবার যত্ন দিবো
তারপর বার্ধক্যে বিশ্রাম নিব
অবশেষে, মৃত্যুবরণ করবো
দিস ইজ এ্য সার্কল অফ লাইফ।

কবিঃ যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক, শিক্ষক ও সাংবাদিক

আরও পড়ুন-

অন্তুকে ছাড়া আমি খুব অসহায়

আরও পড়ুন