Ads

“ফ্রম মাই সিস্টার্স লিপস্ “

খাদিজা রিনি 

বইটি যখন হাতে নিয়েছিলাম তখন আমি একা ছিলাম,,,বইয়ের একেকটা পৃষ্ঠা উল্টানোর সাথে সাথে মনে হল যেন আমি আর একা নই,,,কারণ ততক্ষণে যে আমার অনেকগুলো সিস্টার হয়ে গেছে,,,, আমার পাশ্চাত্য দ্বীনি বোন যারা তাদের দ্বীনে ফেরার কথাগুলো বলছিল,,,শেয়ার করছিল দ্বীনের পথে চলার সময় তাদের দুঃখ-কষ্ট,বাধা-বিপত্তি,ত্যাগ-তিতিক্ষা,পাওয়া-না পাওয়া,সাফল্যগুলোর রচনা,,,কেউ বলছিল মুসলিম থেকে প্রকৃত মুসলিম হওয়ার কথা কেউ নওমুসলিম হওয়ার কথা,,,এককথায় আমার মনে হল আমি যেন তাদেরই একজন সঙ্গী যে রেগুলার তাদের সাথে ক্লাস,আড্ডা, আলোচনায় মেতে ছিলাম,,,সবচেয়ে অবাক করার বিষয় হল আমরা পশ্চিমাদের সম্পর্কে যা ধারণা রাখতাম তার ঠিক উল্টো দিকটাই যেন দেখতে পেলাম,,,পরিচিত হলাম পাশ্চাত্য সংস্কৃতির আড়ালে লুকিয়ে থাকা এক উজ্জ্বল নক্ষত্ররাজির সাথে,,, যেখানে আলোর ঝলকানি জানান দেয় আমার এই দ্বীনি বোনদের জীবনধারা,তাদের দ্বীনে ফেরার গল্পগাথা,,,,
পাশাপাশি ছিল বিয়ের আগে-পরের চিত্র, ছিল সন্তান-টিনএইজদের সঠিক পথে পরিচালনা করার সাধনা,ছিল দিনশেষে নিজেকে আল্লাহর নিকট আত্মসমর্পণ এর চিত্র,,,,,,

বি.দ্র.বইটির রাইটার নাইমা বি রবার্ট যিনি তার দ্বীনে ফেরার গল্পগাথা আমাদের (পাঠকের )সামনে তুলে ধরেছেন,,,

অনুবাদক :নাবিলা আফরোজ জান্নাত যিনি তার অক্লান্ত পরিশ্রম দিয়ে পাঠকের জন্য এরকম অসাধারণ একটি বই মাতৃভাষায় অত্যন্ত সাবলীলভাবে, সহজভাবে তুলে ধরেছেন

 

আরও পড়ুন