Ads

লতিফুল ইসলাম শিবলীর আসমান

।। জুয়েল মল্লিক ।।

বইঃ আসমান

লেখকঃ লতিফুল ইসলাম শিবলী

প্রকাশনাঃ নালন্দা পাবলিকেশন্স

পড়লাম প্রিয় গীতিকবি, গায়ক এবং ঔপন্যাসিক লতিফুল ইসলাম শিবলী’র লেখা তৃতীয় জনপ্রিয় উপন্যাস ‘আসমান’। আমার বিশ্বাস আসমানের গল্পটা পাঠকের ভাবনা দেয়ালের অন্দরমহলকে আন্দোলিত করবে। আসমান পড়ে বুঝতে পেরেছি প্রচলিত ধারার গল্পের বিপরীতেও উপন্যাসের প্লট তৈরি হয় এবং তা মানুষের মর্মমূলে আকর্ষণ করে। পাঠক হিসেবে আপনি যখন উপন্যাসটা শেষ করবেন তখন রবীন্দ্রনাথের ছোটগল্প সংজ্ঞায়নের সেই পরিচিত লাইনটি মনের অজান্তে আপনাকে ধাক্কা দেবে- “শেষ হইয়াও যেন হইলো না শেষ—–।”

কাহিনী সংক্ষেপঃ

উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রে আছেন ওমার যিনি একজন বিশ্ববিদ্যালয়ের মেধাবি ছাত্র। তার সবচেয়ে প্রিয় বন্ধুটির নাম রুশো ৷ রক এবং ব্যান্ড সংগীতে প্রতিষ্ঠা পাওয়ার উন্মাদনায় মত্ত্ব রুশো যিনি নিজেকে পাশ্চাত্যের রক মিউজিক তারকা জিম মরিসনের শিষ্য ভাবেন ৷ ওমার বিশ্ববিদ্যালয়ে তার প্রেমিকার নিকট অপ্রত্যাশিত প্রতারিত হয়ে আত্মহত্যার চেষ্টা করে ৷ ঘটনা পরম্পরায় জড়িয়ে পরে নেশার জগতে কিন্তু গাঁজা, ফেন্সিডিলের নেশা তাকে তৃপ্ত করতে পারে না ৷ আত্মার শান্তি অনুভব করে মসজিদের বৃদ্ধ ইমাম ইসহাকের সংস্পর্শে। সাধারণ হুজুরদের মতো জাহান্নামের ভয় বা জান্নাতের লোভ না দেখিয়ে তিনি ওমারকে বলেন যুক্তির কথা, ধর্মীয় দর্শন আর জীবনের লক্ষ্যের কথা । তাঁর কথা ওমারকে পরিতৃপ্ত করে অনুভব করে নিজের অন্তরের পরিবর্তন। সবকিছু ফেলে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে সে ৷ ঘটনা পরম্পরায় তাবলীগ জামাতের সাথে পাকিস্তানের রাইওয়াইন্ডে ইজতিমায় চলে আসে ওমার ৷

সেখানে বিশ্বের বিভিন্ন দেশের ২০ লাখ মুসলিমের সম্মেলনে পরিচয় ঘটে তালিবান নেতার পুত্র খালিদ বিন হিশাম এর সাথে। খালিদের চিন্তার স্বচ্ছতা এবং লক্ষ্যের দৃঢ়তা ওমারকে স্পর্শ করে ৷ খালিদের ধর্মীয় বিশ্বাসের সাথে একাত্মতা ঘোষণা করে ধর্ম রক্ষার জিহাদে পাড়ি জমায় আফগানিস্তানে। সশস্ত্র ট্রেনিং এর পর আফগানিস্তানের বাগরামে সশস্ত্র যুদ্ধে মারাত্মকভাবে আহত হয় ওমার। যুদ্ধে আহত ওমারের আশ্রয় হয় সহযোদ্ধা ও বন্ধু খালেদের বাড়িতে। সেখানেই পরিচয় হয় আফগান সুন্দরী তরুণী আসমার (খালিদের বোন) সাথে ৷ পরিচয় থেকে সম্পর্ক পরিনয়ে রুপ নেয় ৷ সুস্থ্য হয়ে ওমার আর যুদ্ধে ফিরে না, কারণ মুসলিম ভাইদের উপর রক্তপাত ও জীবনহানি তাকে ভীষনভাবে পীড়িত করে ৷ কিন্তু ১/১১ এর হামলার পর আমেরিকা কর্তৃক আফগানিস্তানে শুরু হয় নির্মম হত্যাযজ্ঞ ৷ ধুলোয় নিশ্চিহ্ন হতে থাকে একের পর এক আফগান জনপদ ৷

তালেবান নেতার বাড়িতে অাশ্রিত হওয়ার অপরাধে নিরপরাধ ওমারের ঠাই হয় কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারে। কারাগারের অভ্যান্তরে নানামুখী নির্যাতনে কেটে যায় ওমারের ১২ বছর । নিজের দেশ (বাংলাদেশ) সরকার আমেরিকান প্রশাসন কর্তৃক চিহ্নিত এমন দাগি সন্ত্রাসীকে দেশে ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায় ৷ এভাবেই নানামুখী নাটকীয়তায় এগিয়ে চলে ঘটনা ৷

প্রিয়তমা স্ত্রী আসমাকে জীবনে ফিরে পাওয়া না পাওয়ার হতাশা, জীবনের উত্থান-পতন, আনন্দ-বেদনার কাব্য হল ‘আসমান’। উপন্যাস টা পড়া শেষ হবে কিন্তু তা আপনার গতানুগতিক ধর্মীয় চিন্তায় এক নতুন অনুরণন জম্ম দিবে, সংখ্যাগরিষ্ঠ আমজনতার আবেগীয় ধর্মীয় মূল্যবোধ ও তাবলীগ জামায়াত সম্পর্কেও ভাবতে বাধ্য করবে ৷ একই সঙ্গে তাবলীগ জামায়াতের দীর্ঘদিন ধরে রটে যাওয়া কর্মপদ্ধতির ত্রুটিও উঠে এসেছে লেখকের তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গির সংস্পর্শে ।

আসমান পড়ে মনে হয়েছে,

It’s not merely a novel, rather it describes the philosophy of life and philanthropic aspect of Islamic religion. In the event of reading Asman (‘অাসমান’) a reader will feel the thrill, romance and tragic journey of Afgan war.

লেখকঃ জুয়েল মল্লিক, লেখক এবং ইসলামিক ব্যাংকার, ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি 

…………………………………………………………………………………………………………………………

মহীয়সীর প্রিয় পাঠক ! সমাজ,পরিবার ও আত্মউন্নয়নমূলক অসাধারণ লেখা ও আর্টিকেল পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi  তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। প্রিয় লেখক! আপনার  পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে-  [email protected]  ও  [email protected] ; প্রিয় লেখক ও পাঠক আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম এ যুক্ত হয়ে আমাদের সাথেই থাকুন । আসুন সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে সচেষ্ট হই । আল্লাহ আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমিন ।

আরও পড়ুন