Ads

সম্পর্কের মান উন্নয়নে নবীজির আদর্শে সংসার গড়ি

।। মহীয়সী ডেস্ক।।

বিয়ে একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি যার মাধ্যমে দু’জন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয় । আল্লাহর রাসুল বিয়েকে দেহ ও মনের প্রশান্তি অর্জনের উপায় বললেও বিয়ের পর দাম্পত্য জীবনে মানুষ প্রশান্তি পাচ্ছে না । বাঙালি মুসলিম পরিবারগুলোতে ঝগড়া-বিবাদ লেগেই আছে । সংসারে শান্তি ও ভালোবাসা খুঁজতে সবাই মরিয়া হয়ে উঠেছে । কিন্তু কেউ বুঝতে পারছে  না কীভাবে দাম্পত্য জীবনে সংসারে সুকুন ও প্রশান্তি মিলবে ।

স্বামী স্ত্রীর সম্পর্ক একটি পবিত্র বন্ধন । এই বন্ধনকে মজবুত করতে কাজ করা দরকার । প্রতিটি মুসলিমের উচিৎ দাম্পত্য জীবনে একে অপরের চাওয়া-পাওয়ার গুরুত্ব দেয়া।  পরিবারে স্বামী ও স্ত্রী মূলত একে অপরের পরিপূরক এবং একে অপরের পোশাক স্বরূপ। আল্লাহ তায়ালা কোরআনে “তারা তোমাদের পোষাকস্বরুপ এবং তোমরাও তাদের পোষাকস্বরুপ।” (সূরা বাকারাঃ ১৮৭)

আর এই দাম্পত্য জীবনে একজন সফল ব্যক্তি হবার জন্য আমাদের ফিরে যেতে হবে রাসুলের আদর্শ অনুসরণের দিকে ।  বিশ্ব মানবতার মুক্তির দূত রাসুল (সাঃ) মানব জাতির সামনে আলোকবর্তিকা। স্বয়ং আল্লাহ সোবহানাহু তায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন,

‘নিশ্চয়ই তোমাদের জন্য রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ’ (সূরা আজহাব, আয়াত: ২১)

তাই রাসুলের জীবনের আলোকে জীবন গড়তে জানতে হবে রাসুলের জীবন কেমন ছিল । দাম্পত্য জীবনে তিনি কেমন ছিলেন?

আরও পড়ুন-পরিবার ও দ্বন্ধ নিরসন

বাংলায় একটি প্রবাদ আছে –

“ সংসার সুখের হয় রমণীর গুণে,

গুণবান পতি যদি থাকে তার সনে ।”

আসুন আমরা আমাদের সংসারকে সুখের ও প্রশান্তির করতে এবং আমাদের স্বামীদেরকে গুণবান পতিতে পরিণত করার উপায় খুঁজতে কাজ করি । এই উদ্দেশ্যকে সামনে রেখে  শুধুমাত্র মহিলাদের জন্য শুরু হতে যাচ্ছে  “সম্পর্কের মান উন্নয়নে নবীজির আদর্শে সংসার গড়ি” নামে কোর্স ।

আরও পড়ুন- বিয়ের জন্য কনে নির্বাচন করবেন যেভাবে?

কোর্সের বিষয়ঃ

পার্সোনালিটি যাচাই

আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্ব সচেতনতা

কর্মদক্ষতা ও যোগাযোগ দক্ষতা

আমার সুকুন, আমার স্বামী

আমার সন্তানের তারবিয়াহ

সমাজ গঠনে প্রোডাক্টিভ মুসলিমা

পরিবার ব্যবস্থাপনা

রেষারেষি নিরসন

বিশেষ ঘোষণাঃ এই কোর্সটি শুধুমাত্র মহিলাদের জন্য 

কোর্সটি যাদের জন্যঃ  

যারা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন ।

যারা নতুন বিয়ে করেছেন।

যারা পরিবারের সুকুন নিয়ে চিন্তিত

আরও পড়ুন- সুখের সন্ধানে

কোর্সের মডিউলঃ

৮ টি মডিউল

৮ টি প্রশ্নোত্তর পর্ব

 

কোর্স ফিঃ

মাত্র ৩০০ টাকা

বিশেষ ঘোষণাঃ এই কোর্সটি শুধুমাত্র মহিলাদের জন্য 

আরও বিস্তারিত জানতে চাইলে  যোগাযোগ করুন

মেসেঞ্জার – মহীয়সী , আজিজা সুলতানা, শারমিন আকতার ,

 হোয়টস অ্যাপ –  +8801799313078 

…………………………………………………………………………………………………………………………

মহীয়সীর প্রিয় পাঠক ! সমাজ,পরিবার ও আত্মউন্নয়নমূলক অসাধারণ লেখা ও আর্টিকেল পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi  তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। প্রিয় লেখক! আপনার  পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে-  [email protected]  ও  [email protected] ; প্রিয় লেখক ও পাঠক আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম এ যুক্ত হয়ে আমাদের সাথেই থাকুন এবং সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে সচেষ্ট হইন । আল্লাহ আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমিন ।

আরও পড়ুন