Ads

বুক রিভিউঃ তোমায় একটি গল্প শোনাবো

েমাঃ কামরুজ্জামান জেমস

কবির প্রথম কবিতা শুরু হয়েছে কে তুমি অর্থাৎ পরিচয়ের পালা থেকে। একটি মধ্যবিত্ত সংসারের দায়িত্বশীল একজনের দীর্ঘশ্বাস ও সীমাবদ্ধতা দিয়ে। তার দ্বিতীয় গল্পটি তোমায় একটি গল্প শোনাব প্রিয়তমা  থেকে শুরু করে যথাক্রমে তুমি কি আমার সঙ্গী হবে, বন্ধু মানে,  বৃষ্টিপাত, হারানো দিনগুলো, একটি সকাল খুঁজে নিও, লুকায়িত সত্য, মধুর লুকোচুরি, সেই কৃষ্ণচূড়া, কখনো, অবান্তর প্রচেষ্টা,  মন ছুটে যায়, অপূর্ণ চাওয়া,  সামিয়া তোমার জন্য,  না বলা কথা, শীতের বুড়ি,  কালের বিবর্তন, স্বপ্নের রাজ্যে, অন্তরালে, ভাবনা জুড়ে,  বাবার প্রশ্ন বিনে, হঠাৎ বৃষ্টি নামা, কল্পলোকে, মধ্যবিত্ত জীবন,  ঝগড়া, কবিতার চাষ, মন ভালো করার উপকরণ,  যখন,  তবুও চলতে হয়,  মানুষ হতে চাই, পুরনো দীর্ঘশ্বাস,  তুমি আমার,  তাই বলে জীবনের দামে স্বপ্ন বেচে, এখনো,  মেয়েটি তখন,  দেখতে তোমায় মানুষ,  বলতে ইচ্ছে করে,  অন্য গল্প,  চাইলে তুমি,  একদিন, বলতে পারো?, তোমার স্পর্শ  নেই বলে,  রূপান্তর,  মায়ার চাদর,  আয়োজন,  দুঃখ নদী,  এই শহরে,  কিছুই শুন্য থাকে না,  কেন,  এদের মধ্য রজনীতে এখন তুমি এখন অনেক বড়,  একুশ মানে, শীত এলেইসহ একগুচ্ছ সুন্দর ও সাবলীল কবিতার সমারোহ । যে কাউকে আকৃষ্ট করবে বলে আমি মনে করি।

কাব্যগ্রন্থের নামঃ তোমায় একটি গল্প শোনাবো
কবি-আবদুল কাদের আরাফাত
প্রকাশনী- প্রিয় বাংলা প্রকাশন
প্রথম প্রকাশ – বইমেলা  ২০২০
প্রকাশক-এস এম জসিম ভূঁইয়া
প্রচ্ছদ-লিমন মেহেদী
মূল্য-১৬০.০০ টাকা

আরও পড়ুন