Ads

বুক রিভিউঃ মা,মা,মা  এবং বাবা

এবিডি উল্লাহ

সম্পাদকঃ আরিফ আজাদ

প্রকাশনীঃ সমকালীন প্রকাশন

মুদ্রিত মূল্যঃ২৩৫৳ পৃষ্ঠাঃ১৭৫

এক ব্যক্তি রাসুল (সা.) কে জিজ্ঞেস করলেন, “হে আল্লাহর রাসূল! কে আমার উত্তম আচরণ পাওয়ার বেশী হকদার? রাসুল (সা.) বললেন,তোমার মা। লোকটি দ্বিতীয়বার জিজ্ঞেস করল, তারপর কে? তিনি বললেন, তোমার মা। লোকটি আবারো জিজ্ঞেস করল তারপর কে? তিনি আবারো বললেন, তোমার মা। ওই ব্যক্তিটি চতুর্থবার প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল(সা.) তারপর কে? তিনি তখন বললেন, তোমার বাবা।” আসলে মা-বাবার সাথে কোন কিছুরই তুলনা হয় না। ছোটবেলা থেকে সেই যুবক বয়স পর্যন্ত, কিংবা জীবনের অন্তিম মুহূর্তের পূর্ব পর্যন্ত মা-বাবা একটি ছায়ার মত সর্বদা সন্তানের পাশে থাকে। যেকোন বিপদে-আপদে, অসুস্থ হলে, চিন্তাগ্রস্থ হলে মা-বাবা আমাদের আনন্দের জন্য, সুখের জন্য তাদের সমস্ত সুখ, আনন্দ, ভালোলাগাগুলোকে ত্যাগ করে দেয়। সন্তানের আনন্দই যেন মা-বাবার আনন্দ।

আর আমরা কি না মা-বাবাকে কত ধরনের কষ্ট দেই, তাদের সুখ-দুঃখগুলো বুঝার চেষ্টা করি না। আর জীবন থেকে নেয়া কিছু বাস্তব ঘটনা নিয়েই সাজানো হয়েছে মা মা মা এবং বাবা বইটি। এখানে খুব সুন্দর করে মা-বাবার কষ্ট, তাদের ত্যাগ, পরিশ্রম এবং চাওয়া পাওয়াগুলো সম্পর্কে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। যে বইটি একবার পড়বে, সে খুব ভালোভাবে এই বিষয়টি উপলব্ধি করতে পারবে। আমরা সর্বদা আল্লাহর কাছে তাদের জন্য এ দোয়াটি করব,”হে আমাদের রব, তাদের প্রতি সেভাবে আপনি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন-পালন করেছে।” (আমিন)

আরও পড়ুন