Ads

বুক রিভিউঃ বয় VS গার্ল

সুলতানা শিমু

বয় VS গার্ল অসাধারণ এক্ভ্যটি বই । লন্ডন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ও ধর্মান্তরিত মুসলিম নাঈমা বি রবার্টের লেখা । একজন মুসলিমের জীবনবোধ কেমন হওয়া উচিৎ ? টিন এজার সময়ের অনিয়ন্ত্রিত চাওয়া-পাওয়াকে কীভাবে ইসলামের আলোকে ঢেলে সাজাতে হয় ত চিত্রিত করেছেন  নিপুণ হাতে ।

সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে শুরু হয় মানুষের ক্রমবিকাশ।প্রয়োজন পড়ে সমৃদ্ধ জীবনব্যবস্থার।সেই প্রয়োজনের তাগিদেই মানুষ ছুটে চলে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।গুরুত্ব পায় ব্যক্তিগত জীবনে ধর্মের মতো পরিচয়ের।ধর্মকে কখনও দেখা হয় আভিজাত্য হিসেবে আবার কখনও নিছক পরিচয় হিসবে।

সৃষ্টিলগ্ন থেকে মানুষ স্বাধীন থাকতে পছন্দ করে।নিজের অন্তরের দাসত্ব আর ক্ষমতার প্রভুত্বের কাছে সব ন্যায়-নীতির পরিচয়কে ম্লান করে ফেলে।এভাবে যখন জীবনের সকল রঙ একদিন এক রঙ এ রুপান্তরিত হয় তখন শেকড়ের খোঁজে ছুটে বেড়ায় দিক-বিদিগ।মানুষ একটু স্বস্তির খোঁজকেই চূড়ান্ত লক্ষ্য ভাবতে থাকে।ঠিক তখনই ফারাজ-ফারহানার মতো ভাগ্যবানদের কারো কারো জীবনে আলোকবর্তিকা মতো এসে পড়ে নাজমা ফুফুর মতো ব্যক্তিরা।যারা কথিত প্রগতিশীলদের চোখে আংগুল দিয়ে বুঝিয়ে দেয় “ইসলামই মুক্তি”

পাশ্চাত্য জীবনধারা অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর জন্যে চিরকালই ছিল স্বপ্নের মতো।এই স্বপ্নকেই জীবনের লক্ষ্য ভেবে তারা পাড়ি জমায় ইউরোপ বা আমেরিকায়।পশ্চিমা সমাজে নিজের অবস্থান তৈরীর এই সংগ্রামে পিছিয়ে থাকতে চায় না এশিয়ান মুসলিমরাও।ঠিক তেমনি এক পরিবেশে বেড়ে উঠা দুই জমজের নাম ফারাজ-ফারহানা।পাশ্চাত্য সংস্কৃতির সাথে তাল মেলাতে গিয়ে কোথাও যেনো আটকে যায় এই দুই জমজ।নিজের ধর্ম পরিচয়ই যখন ব্যক্তিজীবনের একমাত্র সমস্যা হয়ে দাঁড়ায় তখন তাদেরকে হতে হয়েছে জীবনের সবচেয়ে বড় প্রশ্নের সম্মুখীন।কৈশোরে গড়ে তোলা বেলুন ভর্তি স্বপ্নগুলাকে দূরে ঠেলে সত্যিকার আত্মসমর্পণকারী হয়ে উঠা গল্পটা সহজ ছিল না।বলিউডের নায়িকার তকমা পাওয়া সুন্দরী বা ড্রাগ ব্যবসার লোভনীয় জীবনকে ছেড়ে নিজে পরিবর্তনের এই পথচলা মোটেই সহজ ছিল না।মালিকের মতো ছেলের প্রেয়সী হওয়া বা রবিনার মতো নিজেকে পার্টি,ম্যাগাজিন থেকে সরিয়ে ফারহানার এই পথচলা কল্পনাতীত কঠিন ছিল।সেই সাথে মায়ের প্রচুর হিজাব বিদ্বেষ তো ছিলই।অন্যদিকে স্ক্রুজের মতো ব্যক্তির কাছাকাছি চলা,কোটি টাকা চকচকে ক্যারিয়ার রেখে মসজিদের পথে পা বাড়ানো ফারাজের জন্যে ছিল রীতিমতো নিজেকে প্রমানের পরীক্ষা।যদিও জীবনের এই লক্ষ্যগুলোর বাহ্যিক দিক ছিল ঝকঝকে তবে অভ্যন্তরীণ পরিণতি কতটা মর্মাহত তার প্রমাণ বইয়ের শেষ দিকের পৃষ্ঠাগুলো স্বয়ং নিজেই।

সমাজের কিছু পরিবার যখন পর্দা বা দ্বীনকে জীবনব্যবস্থা হিসেবে নেওয়া মানে উন্নতির অন্তরায় ভাবছে ঠিক তখনই নাজমা ফুফুর মতো দৃঢ় ব্যক্তিত্বের অধিকারীরা প্রমান করে নিজেকে।পর্দা করে ড্রাইভ বা মসজিদে গিয়ে নামাজ পড়ার মাধ্যমে তারা ধর্মকে ঘরের দেয়ালের সমাজের কাছে নিয়ে আসে।বইটির প্রতিটি পৃষ্ঠাই ছিল এমন সব চমকে উদ্ভাসিত।ভিন্ন ভিন্ন অনুভূতিতে ছিল সাজানো।এইক্ষেত্রে একটা অনুবাদ বইকে এতো সাবলীল বাংলায় উপস্থাপনের জন্যে অনুবাদকের প্রশংসা না করলেই নয়।

বয় VS গার্ল বইয়ের নামঃ  বয় VS গার্ল
মূলঃ নাঈমা বি রবার্ট
ভাষান্তরঃ সাইফা জুঁই
মোট পৃষ্ঠাঃ ১৭৫
মুদ্রিত মূল্যঃ ২৮০ টাকা
প্রকাশনীঃ মহীয়সী পাবলিকেশন্স

রকমারিতে এই বইটি-

বয় vs গার্ল

আরও পড়ুন