Ads

শপথ ।। নুরুল হক

।। নুরুল হক ।।

শহীদি কাফেলা আমরা সবাই

আল্লাহর পথে চলবো,

সুর্যমুখী ফুলের মত

জীবন মোদের গড়বো।

আরও পড়ুন- বিশ্বজগতের প্রভু নিরাশ করবেন না

রাসুলের দেখানো পথে

জীহাদ মোরা করবোই,

আসুক যত বাঁধা ভীতি

তুচ্ছ মনে করবো।

আরও পড়ুন-নিয়ন্ত্রণযোগ্য বিষয়ে ফোকাস করতে শিখুন

সংবিধান মোদের কোরআন-হাদীস

আল্লাহ মোদের প্রভূ,

নেই কোন ভয় তাগুতের তরে

সত্য কথা মোরা বলবোই ।

আল্লাহর বিধান মেনে চলবো।।

 

মহীয়সীর প্রিয় পাঠক ! সমাজ,পরিবার ও আত্মউন্নয়ন মূলক অসাধারণ লেখা ও আর্টিকেল পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi এ লাইক দিন।প্রিয় লেখক!আপনার  পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে-  [email protected]  ও  [email protected] ; প্রিয় লেখক ও পাঠক আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম এ যুক্ত হয়ে আমাদের সাথেই থাকুন ।

 

আরও পড়ুন