Ads

কূটজাল ছেড়ার কৌশল শিখতে হবে

এম আর রাসেল  

২০ শতকের সবচেয়ে প্রভাবশালী অর্থনীতিবিদ এবং আধুনিক ম্যাক্রোইকোনমিক তত্ত্বের প্রতিষ্ঠাতা লর্ড কেইনস।   তাঁকে এক ব্যক্তি প্রশ্ন করেন, কেন তিনি একই মতে অবিচল না থেকে বারবার তার বক্তব্য পরিবর্তন করেন। জবাবে কেইনস বলেছিলেন, ‘আমি অচল ঘড়ির কাটা নই যে এক জায়গায় স্থির থেকে দিনে দুইবার দুই সেকেন্ড সঠিক সময় নির্দেশ করব। আমি একটি সচল ঘড়ি তাই মুহূর্তে মুহূর্তে সঠিক সময় দেখাই।’

বিশ্বায়নের যুগে সফলতার মোড়কে নিজেকে আবৃত করতে হলে কেইনসের মত প্রতি মুহুর্তে পরিবর্তনের মানসিক দৃষ্টিভঙ্গি ও সক্ষমতা অর্জন করতে হবে। বহমান সময় তার আপন গতিতে ছুটতেই থাকবে, আর নিত্য নতুন পরিবর্তনের জাদুতে মানুষকে হতবাক করবে।

হতবাকের বিহ্বলতায় মুগ্ধতাকে বরণ না করে ছুটে চলতে হবে সর্তক দৃষ্টি রেখে, টিকে থাকার রসদ সংগ্রহের অভিযানে। লুইস ক্যারলের বিখ্যাত শিশুতোষ উপন্যাস “Alice in Wanderland” এ বর্ণিত আজব দেশের নিয়ম ছিলঃ “You have to run fast as you can just to stay where you are. If you want to get anywhere you have to run much faster”.

ছুটে চলার এই গতিকে আরও বাড়িয়ে দিতে প্রভাবক রূপে আবির্ভূত হয়েছে বিশ্বায়ন। বিশ্বায়নের নির্যাস হল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাকে আকবর আলী খান আফ্রিকার জঙ্গলে ‘বাঁচার জন্য লড়াই’-এর সাথে তুলনা করেছেন।

টমাস এল ফ্রিডম্যান নিম্নোক্ত আফ্রিকান প্রবাদের মাধ্যমে এই প্রতিযোগিতার বৈশিষ্ট্য অতি সুন্দরভাবে তুলে ধরেছেনঃ ‘আফ্রিকায় প্রতিদিন ভোরে একটি হরিণ জাগছে। সে জানে যে সবচেয়ে দ্রুতগামী সিংহের চেয়ে অবশ্যই তাকে জোরে দৌড়াতে হবে,নইলে তাকে মরতে হবে। প্রতিদিন সকালে একটি সিংহ জাগছে। সে জানে, তাকে সবচেয়ে ধীর গতিসম্পন্ন হরিণের চেয়ে জোরে দৌড়াতে হবে, নইলে তাকে উপোসে মরতে হবে। আপনি হরিণ না সিংহ তাতে কিছু যায় আসে না, ভালো চাইলে সূর্য উঠার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করুন।’

বস্তুবাদী সভ্যতা আমাদের মস্তিষ্কের কোষে প্রতিনিয়ত যে সংকেত সরবরাহ করে। এর প্রবাহের উদ্দীপনা আমাদের চিত্তকে অচঞ্চল করে তুলছে। চিত্তের অচঞ্চলতা আমাদেরকে ধীরে ধীরে অস্থিতিবস্থার দিকে ধাবিত করছে। অন্যদিকে রিচার্ড লেয়ার্ড বলেছেন ‘স্থিতাবস্থার জন্য রয়েছে মানুষের প্রচন্ড আকর্ষণ।’

নিজেকে ভাল রাখার প্রয়াসে আমাদের নিরন্তর ছুটে চলার প্রতিটি পদক্ষেপ অনেক নিখুঁত হতে হবে। মনে রাখতে হবে, সর্বক্ষেত্রে কূটজাল ছড়িয়ে আছে। এই কূটজাল ছেড়ার কৌশল শিখতে হবে। হয়তো সেটা সম্পূর্ণ নিঁখুত হবে না, তবুও সাধনা চালিয়ে যেতে হবে।

আরও পড়ুনঃ

কবি আল মাহমুদঃ ‘আমাকে তোমার পাঠ করতেই হবে

আরও পড়ুন