Ads

চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় প্রেমেরি জয়

 

সংগীত জগতের অমূল্য সম্পদ শিল্পী এম এ খালেক। ১৯৫৪ সালে রাজশাহীর বাগমারা ডোখল পাড়া গ্রামের মুসলিম পরিবারে জন্ম এ গুণী শিল্পীর। নিরিবিলি প্রাকৃতিক ছায়ায় কাটে তার ছেলে বেলা। গ্রামের ছেলে মেয়েদের সাথে আমদ প্রমদে বড় হতে থাকেন।
৬ বছর বয়সে ভর্তি হন যোগীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিক পেরিয়ে মাধ্যমিক আহসান গঞ্জ আহসানউল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে শিক্ষা অর্জন করেন।
এ সময় সংগীতে তার আগ্রহ লক্ষ্যনীয়। বাবার পরম সাহচার্য পেয়েছেন তিনি। গানের অনুশীলনে বাবার সহযোগিতা তাকে নিয়ে যায় সুরের জগতে। গানের মূর্ছনায় অনুকরণীয় ছিলেন – মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, শ্যামল মিত্র প্রমুখ। পারিবারিক জীবনে উচ্চ বংশীয় হবার জন্য এবার উচ্চ মাধ্যমিক ভর্তি হলেন রাজশাহী সিটি কলেজ।
এখানে শিল্পীর জীবনে পরিচয় ঘটে বাংলার সংগীত জগতের প্রিন্স কিংবদন্তি এন্ড্রু কিশোরের সঙ্গে। কিশোরের সাথে ভর্তি হলেন গানের স্কুল সুর বানী সংগীত বিদ্যালয়ে।
শুরু হলো রাজশাহী বেতার শিল্পীর রঙিন পরিচয়। দায়িত্ব পেলেন – রাজশাহী শিল্প কলা একাডেমির।
এন্ড্রু কিশোরের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। দুই সংগীত শিল্পী এবার ভর্তি হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে।
১৯৮২ সালে শিল্পী এম এ খালেক চলচ্চিত্রের গান রেকর্ড করেন, সিনেমার নাম চাঁপা ডাঙার বউ। সৎ ভাই সিনেমার গানেও তার সীমাহীন সু-খ্যাতি ছড়িয়ে পড়ে।
মনোহরণকারী গানের বিকাশ ঘটতে থাকে –
* ও রঙিলা মনে যে লাগে এত রঙ…
* চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় প্রেমেরী জয়……
* অ তে অজগর আ তে আম গুরুর পায়ে আমার লাক্ষ সালাম…..!
ঢাকায় আসেন এবং এরপর বিয়ে করেন কণ্ঠ শিল্পী রিজিয়া পারভীনকে ।তাদের এক সন্তান জাররান আল খালেক প্রতীক।
শিল্পী এম এ খালেকের গানের ওস্তাদ ছিলেন আব্দুল আজিজ বাচ্চু।
বর্ণনাঢ্য জীবনে গানের সাথী –
এন্ড্রু কিশোর
সাবিনা ইয়াসমিন
রুনা লায়লা
আব্দুল হাদী
সুবীর নন্দী
আব্দুল জব্বার
শাকিলা জাফর
বেবি নাজনীন
ফাহমিদা নবী
মুনির খান

স্বীয় স্ত্রী রিজিয়া পারভীন সহ আরো অনেকে।
সংগীত জগতের গন্ডীছরিয়ে পরে সারা বিশ্বে সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোরের সাথে গানের দিগন্তে ছুটে যান- সিঙ্গাপুর, কাতর, আমেরিকা ইত্যাদি দেশে।
এখন অবসর, গান শুনেন পড়েন,আর মাঝে মাঝে হারমনিয়াম ধরেন।
এ গুণী শিল্পীর সুস্থ জীবন কামনা করছি।

 

আব্দুল মতিন- কবি, সাহিত্যিক ও সহ সম্পাদক মহীয়সী   ।

আরও পড়ুন