Ads

লক ডাউনের চিঠি

 

প্রিয় মতিন ভাই,
লকডাউন চলছে।
লকডাউন চলছে পাড়াজুড়ে, দেশজুড়ে, দুনিয়াজুড়ে
লকডাউন চলছে আমার অস্তিত্বজুড়ে, মগজের ভেতরে
লকডাউন আমার কলমে,আমার কবিতার খাতায়
বুকের ভেতরে!

লকডাউন থেকে আমি যদি কোয়ারেন্টিনে চলে যাই
আমার মেয়েরা যদি আমাকে আর দেখতে না পায়
কিংবা আমি তাদের মুখ আর দেখতে না পারি
এই চিঠিই যদি শেষ চিঠি হয়—-
বন্ধুদের কাছে
তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে
তোমরা আমাকে ক্ষমা করে দিও।

 

আবু সাইফা – কবি

আরও পড়ুন