Ads

শিশুর মেধা বিকাশের জন্য কিছু পরামর্শ

তৃপ্তি পোদ্দার

শিশুকে মেধাবী করবেন, শিশুটি মেধাবী হবে, অনেক বড়ো পেশাজীবি হবে, এটাই আমাদের প্রতিটি মা বাবার চিন্তা ভাবনা । এবং এই চিন্তাকে কার্যকরী করার জন্য আমাদের যেটা করা দরকার সেটা না করে আমরা নিজেরা উদ্বিগ্ন হয়ে উঠি । আর বাচ্চাটিকে নানা ভাবে মানসিক চাপের মুখে রাখতে থাকি । কারণ হতে পারে তথাকথিত কিছু ভুল ধারণা- “চাপের মধ্যে থাকলে বা প্রেসার দিলে শিশু ভালো করবে”। আসলে কথাটা একদম ভুল ।

আমরা মা বাবারা সন্তানের জন্য সেরাটা চাই । কিন্তু আমরা তাদের সেরা হবার উপায়টা অনেক ক্ষেত্রেই জানি না । যে মা বাবা জানেন অবশ্যই তাদেরকে সাধুবাধ জানাই। শিশুর মেধা বিকাশের জন্য কিছু পরামর্শ:-

১) প্রথম শর্ত হলো মানসিক চাপ নয়; শান্তি এবং প্রশান্তি দিয়ে শিশুটিকে এগিয়ে নিয়ে যেতে হবে ।

২)দ্বিতীয় শর্ত হলো শিশুর ফোকাস(focus) বৃদ্ধির জন্য নির্দিষ্ট কিছু একটিভিটিস (activities) করাতে হবে ।

৩)তৃতীয় শর্ত শিশুকে যে তথ্য আপনি একটিভিটিস(activities) এর মাধ্যমে প্রদান করবেন, সেই তথ্য প্রতিদিন অভ্যাস করাতে হবে ।

শিশুর মেধা বিকাশের জন্য মনে রাখার ক্ষমতাকে বাড়াতে হবে সেটি হতে পারে স্বজ্ঞানে অথবা অবচেতন মনে । ব্রেন অনেক বড়ো মানসিক চাপের মধ্যে দিয়েও কাজ করে কিন্তু তাতে ব্রেন এর ধারণ ক্ষমতা কমে যাবে।অতএব শিশুকে মেধাবী করতে হলে শিশুর Cognitive development কে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং মেধা বিকাশের জন্য নির্দিষ্ট কিছু একটিভিটিস করাতে হবে।

লেখকঃ কলামিস্ট ও  শিশু শিক্ষা বিশেষজ্ঞ, লন্ডন, ইউকে

 

আরও পড়ুন