Ads

হারিয়ে যাবার ঠিকানা

।। মোস্তফা মাসুম তৌফিক ।। 

হারিয়ে যাবার ঠিকানা কোথায়, পাইনি কোথাও খুঁজে
হারাবার যত আকুলিবিকুলি পড়ে আছে মুখ গুঁজে;
হারিয়ে যাইনি শুধু কমে গেছে হারিয়ে যাবার আশা
পথ হারানোর ভয়ে হারিয়েছি সরল পথের দিশা!
গহিন বনের সবুজের ভিড়ে পথের রেখা দেখিনি
সাগরের নীল জলরাশি ঠেলে হারিয়ে যেতে পারিনি;
উঁচু পাহাড়ের গোপন গুহায় লুকোতে পারিনি আমি
আমজনতার ভিড় মাঝে তাই ঠাঁই খুজি দিবাযামি!
সময়ের সাথে পাল্লা দিয়েও বিফল এগিয়ে যেতে
দুঃসময়ের করাল গ্রাসের প্রতিরোধী শোধ নিতে;
আগামীর দিকে এগোনোর কালে হারাবার কথা ভুলে
হারিয়েছি দিক নিখুঁত নিশানা, অতীতের পথে চলে।
দিকভ্রান্তের মতন একাকী এদিক সেদিক গিয়ে
ঘোরাঘুরি মিছে, দিনশেষে দেখি পারিনি যেতে হারিয়ে;
দৃঢ় মনোবলে আবার খুঁজি হারিয়ে যাবার ঠিকানা
হারিয়ে যাবার স্বপ্ন তবুও হারিয়ে যেতে দেবো না!
লেখকঃ কবি ও সাহিত্যিক
লেখকের আরও লেখা পড়ুন-কোভিড ১৯ পরিস্থিতি এবং আমরা

ফেসবুকে লেখক

আরও পড়ুন