Ads

আমি স্বাধীনতা চেয়েছিলাম

।। শেখ ফাহমিদা নাজনীন ।।

রক্ষণশীল পরিবার থেকে উঠে আসা অন্তঃপুরবাসিনী,

পরাধীনতার শৃংখলে আবদ্ধ জন্তুর মত

মনে হতো নিজেকে।

সেখানে সযত্নে রক্ষিত শূককীটের মত,

বাইরের খরতাপ, প্রবল বজ্রসহ বৃষ্টি কিংবা ঝড়ো হাওয়া,

আমাকে ছুঁতে পারেনি কখনো।

তাই বৈচিত্রহীন জীবনের প্রতি,

আমার ছিল বড্ড বিতৃষ্ণা।

আমি স্বাধীন হতে চেয়েছিলাম,

ঠিক সেই সব সুবিধাগুলো অর্জন করতে চেয়েছিলাম,

আমার ভাই যেগুলো অনায়াসে পেয়ে যায়।

রাত জেগে সিনেমা দেখা,

বন্ধুদের সাথে লম্বা ভ্রমণ,

পরিবারের অবাধ্য হয়েই

পুরুষ বন্ধুটির সাথে একত্রে রাত্রিবাস,

তাদের মতই সিগারেটের ধোঁয়ায়,

আচ্ছন্ন করে তুলতে চেয়েছিলাম চারপাশ।

পারিবারিক জবাবদিহিতার অহেতুক প্রবঞ্চনা থেকে বাঁচতে,

চেয়েছিলাম একাকী বসবাস,

আহঃ অপার স্বাধীনতা!

দুধের মাছি জুটে গেল চারিদিকে,

আমি তখন উড়ছি,

খোলস ভেঙে শূককীট বেরিয়ে এলো বাইরে।

আমি তো প্রজাপতি হতে চেয়েছিলাম,

কিন্তু একি!

আমি যে বিষাক্ত মৌমাছি হয়ে গেছি,

রানী মৌমাছির মত,

আমাকে ঘিরে ধরেছে অজস্র পুরুষ।

তাদের ভেতর থেকে সহমর্মী বন্ধুটিকে খুঁজে পাওয়া,

সে ভারি অসম্ভব।

সেই অসম্ভব কাজটি যখন শুরু করলাম,

অজস্র পুরুষের ছোঁয়াচ লাগলো আমার উন্মুক্ত শরীরে।

ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়লাম,

বিচ্ছিন্ন হলাম নারী সুলভ কোমলতা থেকে,

স্বাভাবিক জীবনযাত্রা থেকে।

আর একদিন অবাক বিষ্ময়ে আবিষ্কার করলাম,

আমি আর নারী নই,

কেবলমাত্র নারীবাদী হয়ে ওঠেছি।

আমি কিংবদন্তি,

যদিও এ নামটি আমার স্ব-আরোপিত,

তবু বন্ধু মহলে এ নামেই আমার পরিচিতি।

জাতীয় পরিচয় পত্রে পৈত্রিক সূত্রে

যে নামের উল্লেখ আছে,

তা সচরাচর কাউকে বলি না,

সে নাম বড্ড সেকেলে,

খুব বেশি প্রগতির অন্তরায়।

লেখাপড়ার পাঠ চুকিয়ে,

একটা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি।

বেসরকারি বিষয়টি যতটা ব্যক্তিগত,

আমি ঠিক তার বিপরীত,

বড় বেশি খোলামেলা,

বড় বেশি সহজলভ্য।

তাই বোধ করি আমাকে নিয়ে

লম্বা জীবন কাটাবার আগ্রহ কারো থাকে না,

আমি সাময়িক সুবাতাস।

অতঃপর বয়সের পারদ যখন ত্রিশের কোঠায়,

হঠাৎ করে আবিষ্কার করলাম,

আমি খুব একা,

আমি স্বাধীনতা চেয়েছিলাম,

চেয়েছিলাম সীমাহীন উপভোগ্য জীবন,

অথচ এখন আমি একা,

পরিত্যাক্ত সামগ্রীর মত।

হায়! প্রভুর পবিত্র বাণী আমাকে বিদ্রুপ করে উঠলো,

অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে,

তারপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি,

হীনদের চেয়ে হীনতম রূপে।

৮ মার্চ ২০২৪।

…………………………………………………………………………………………………………………………

মহীয়সীর প্রিয় পাঠক ! সমাজ,পরিবার ও আত্মউন্নয়নমূলক অসাধারণ লেখা ও আর্টিকেল পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi  তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। প্রিয় লেখক! আপনার  পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে-  [email protected]  ও  [email protected] ; প্রিয় লেখক ও পাঠক আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম এ যুক্ত হয়ে আমাদের সাথেই থাকুন । আসুন সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে সচেষ্ট হই । আল্লাহ আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমিন ।

আরও পড়ুন