Ads

তবুও থামবো না আমি

।। শহীদ সিরাজী ।।

বাঁধা দিও না আমাকে; আমি যাবো

যদি বাঁধা হয় বারমুডা ট্রায়াঙ্গেল, তবুও

যদি হিমালয় কিংবা কাঞ্চণজঙ্ঘা রোধ করে পথ

যদি দুর্গম আমাজানের গহীন অরণ্য সামানে দাঁড়ায়

যদি চোখে ধাঁধা হয় মিসিসিপি

তবুও ! থামবো না আমি; যাবো

বলো! থামবো কি করে?

চারিদিকে কেমন বদলে যাচ্ছে আবহ

আয়ুর বায়ুতে আঁটকে যাচ্ছে শ্বাস

নগর-জনপদে আলো ও আঁধার মুখোমুখি দাঁড়িয়ে

পাখিরা নিড়ে ফিরলেও ফিরছে না সুখনিদ্রার রাত

রাত আসলেই কাবিল খুন করছে হাবিলকে

দিন দিন বদলের সাথে বদলে দিচ্ছে সভ্যতা

তাহলে থামবো কি করে?

আমার চোখের আঙিনা এখন স্বপদ অরণ্য

হিংস্র নখর ছিন্নভিন্ন করছে ভালবাসার শরীর

অহর্নিষ গন্দমের ফুসমন্তর দিচ্ছে ইবলিস

নগর বন্দরের শিরায় শিরায় চালান হচ্ছে ইয়াবা ওম

পচা মগজের রসায়ন বদলে দিচ্ছে ভেদ ও বোধ

শরিফ বদলে গিয়ে শরিফা হচ্ছে

তাহলে, থামবো কি করে আমি?

আমার ভেতরে আমি এখন রক্তাক্ত ফিলিস্তিন

চোখের ভেতরে চোখও দৃষ্টিহীন

বুক আর মুখ খাটছে এখন যাবজ্জীবন

মেরুদণ্ডে দেয়া হচ্ছে গুয়ানতানামো থেরাপি

হৃদয়ে চলছে পরকীয়া পাঠক্রম

মজমার জলসাঘরে বন্দি স্বাধীন স্বপ্নেরা

তবুও কী আমি যাবো না?

এখন ঘর-দুয়ার ভেঙে গড়া হচ্ছে আদ-সামুদ নগরী

আমি কিভাবে বসত করবো লুত সাগর পাড়ে

আকাশ ও সাগরের মুখোমুখি বসে

জোসনা মাখবো কিভাবে

কিভাবে রমণীর নিমগ্ন ভালবাসা

বাঁচিয়ে রাখবে রাখবে এ পৃথিবীকে

আমি যাবো না কেন?

যাবো নক্ষত্রলোক, সাত আসমান পাড়ি দিয়ে

নীল দিগন্তের তরঙ্গমালা ভাসতে ভাসতে যাবো

যদি কোন বুরাক না পাই তবুও

বিশ্বাসের ডানায় চড়ে

সেখানে সত্যের মুখোমুখি হয়ে বলবো

আমাদের আলো দাও, দাও আলোর পৃথিবী।

কবিঃ কবি , সাহিত্যিক এবং  সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

…………………………………………………………………………………………………………………………

মহীয়সীর প্রিয় পাঠক ! সমাজ,পরিবার ও আত্মউন্নয়নমূলক অসাধারণ লেখা ও আর্টিকেল পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi  তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। প্রিয় লেখক! আপনার  পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে-  [email protected]  ও  [email protected] ; প্রিয় লেখক ও পাঠক আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম এ যুক্ত হয়ে আমাদের সাথেই থাকুন এবং সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে সচেষ্ট হইন । আল্লাহ আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমিন ।

আরও পড়ুন