Ads

নিস্ফল গরিমা ।। নাসরিন আকতার আব্বাসী

।। নাসরিন আকতার আব্বাসী ।।

 

অনাবিল প্রশান্তির অলংকারে

পুস্পিত দিগন্তে

আমিই পোঁছে  যাব

সবার আগে।

সহযাত্রী  যারা,

তারা  সব মুঢ়,চলনে ধীর ঢের।

 

যা দেখি  আমার খোলা চোখে

তা দেখার

দৃষ্টি নেই ওদের,

অক্ষমতার জরায়

তা একপেশে।

জানে না পাড়ি দিতে পথের চোরা বাঁক।

 

কন্ঠে আমার লালিত্য  অঢেল

স্বতঃস্ফূর্ত, সাবলীল,

পথ ভুলে যদি

তিষ্টাই ক্ষণকাল,

গাইব আবার সঞ্জীবনী  সুর।

 

রাগিনী ওদের  বেসুরো  বেজায়,

বাঁধতে ঠিকঠাক,

মনোহর মনোলোভা,

উপযোগী করে,

লাগে  ঘামঝরা  দুস্তর  পরিচর্যা।

 

এমনই  ভাবনায় আচ্ছন্ন  আমি,

দেখি চেয়ে,

রয়ে গেছি দূরে

ঠিক ততটাই,

যেমনটা দুরত্বে ছিল আমার পথ শুরু।

 

অথচ  অনেক কমতি নিয়েও

পৌঁছে  গেছে

আমায় পিছে রেখে

ঈপ্সিত  লক্ষ্যে

সতীর্থ  আমার, বিরামহীন পা ফেলে ফেলে।

 

বুঝলাম আকাশের কোটি কোটি

তারাদের মাঝে

একটির মত

আমিও এক নগন্যতম।

 

একদিন ঝরে যাব

কেবল তুচ্ছ  এ জীবন  করে নিতে  ফলবান,

প্রয়োজন আলোকিত পথে

অবিরত পথচলা।

 

কবিঃ নাসরিন আক্তার আব্বাসী, কবি ও শিক্ষক 

…………………………………………………………………………………………………………………………

মহীয়সীর প্রিয় পাঠক ! সমাজ,পরিবার ও আত্মউন্নয়নমূলক অসাধারণ লেখা ও আর্টিকেল পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi  তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। প্রিয় লেখক! আপনার  পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে-  [email protected]  ও  [email protected] ; প্রিয় লেখক ও পাঠক আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম এ যুক্ত হয়ে আমাদের সাথেই থাকুন এবং সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে সচেষ্ট হইন । আল্লাহ আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমিন ।

আরও পড়ুন