Ads

পূর্ণতা পাবে মাহে রমজান

।। শেখ ফাহমিদা নাজনীন ।।

সিয়ামের দিন, কিয়ামের রাত,

নিয়মের বাহুডোরে,

আবার এসেছে সাওমের চাঁদ,

আকাশের অন্দরে।

আবার এসেছে আবে জমজম,

ইফতার মাহফিলে,

খুরমা, খেজুর, শরবতী রাত,

নসিবের সাথে মিলে।

এত রহমত, এত বরকত,

দিয়েছেন প্রভু ঢেলে,

কতটুকু তার পারবো রাখতে?

কতটুকু দেবো ফেলে?

সারাটা বছর হয়নি নামাজ,

হইনি কিবলামুখী,

নেইনি খবর কারো প্রয়োজনে,

কে রয়েছে কোথা দুঃখী?

আমার অন্দরে চর্ব-চোষ্য,

লেহ-পেয় দিয়ে ভরা,

ক্ষুধার অন্ন চেয়ে গেছে দ্বারে,

অভাবীর হরকরা।

রাখিনি খবর, ছিলনা ছবর,

আপনার সুখে ডুবে,

এমনি করেই কেটে গেছে দিন,

সূর্য উঠেছে পূবে।

যতদিন গেছে, ক্রমশ বেড়েছে,

বৈষম্যের সিঁড়ি,

কেউ বসে আছে পথের ধুলোয়,

কেউবা সোনার পিড়ি।

আবার এসেছে চর্চার দিন,

এক রাসুলের জাতি,

একই কাতারে দাঁড়াবো সবাই,

একই পথের সাথী।

আমার যেটুকু প্রাচুর্য তা,

বিলাবো পরের ঘরে,

পরের দুঃখ শুষে নেবো আমি,

সুখময় অন্তরে।

বিলাবো, মিলাবো, একসাথে রবো,

আনসার-মুহাজির,

পূর্ণতা পাবে মাহে রমজান,

নারায়ে তাকবীর।

 

১১ মার্চ ২০২৪।

আরও পড়ুন