Ads

ফিরিয়ে দিবো একদিন

অসিমা দাস দৃষ্টি

খুব ইচ্ছে হয়, একদিন তুমি-
হন্য হয়ে খুজতে এসো অন্য কিছু নয়
আগের তোমাকে।
তখন তোমায় আমার কাছেই আসতে হবে প্রিয়।
আমার কাছেই খুঁজে পাবে –
খুব যত্ন করে আগলে রাখা আগের তোমায়।
দেখবে কেমন দিব্বি আছো তুমি আমার ভিতর।
তখন তোমাকে নিয়েই চলে যেও,
আবার নাহয় খুঁজতে এসো হারিয়ে ফেললে সেই তোমায়।
ফিরিয়ে দিবো অপরিবর্তিত তোমায় –
যতোবার খুঁজতে আসবে।
শুধু খুঁজতে এসো না আমায়,
তাহলে দেখবে তোমায় আগলে রাখতে রাখতে-
কেমন নিঃশেষ হয়ে গেছি আমি।
নিঃশেষিত আমায় দেখাতে চাইনা তোমায়।
খুব ইচ্ছে করলেও যে সেদিন তুমি-
ফিরিয়ে দিতে পারবে না পরিপূর্ণ আমায়!
সেটা তোমার অপ্রাপ্তি ও বলতে পারো।
থাক না ওসব, বাদ দাও
ইচ্ছে করলেই কি সব হয়, না সব করা যায়?
তুমি নাহয় শুধু তোমাকেই নিয়ে যেও সাথে করে।
অবশিষ্ট আমিও একদিন ক্ষয়ে ক্ষয়ে যাবো
মৃত্যুর দিকে!
তখন একটু আগলে রেখো তোমায়,
চাইলেও তখন আর ফিরিয়ে দিতে পারবো না যে –
আমার থেকে তোমার তুমিকে।
সেদিনই নাহয় মিশে গেলে আমার সাথে।
এরচেয়ে আপন করে –
তোমাকে আর কিভাবে চাইবো বলো?

অসিমা দাস দৃষ্টি কবি ও অর্থ-সম্পাদক, লাইট ফর হিউম্যানিটি।

আরও পড়ুন