Ads

আম ফাউন্ডেশন

নুরে আলম মুকতা
আসসালামু আলাইকুম । প্রিয় বন্ধু আশা করি ভাল আছেন। চলুন আজ বাংলাদেশের একটি পরিচ্ছন্ন আর গোছানো আমের বাজার ঘুরে আসি। দেখে আসি কিছু চিত্র।
সুবিশাল নিজস্ব ভুমিতে বাজার ও প্রশাসনিক ভবন
আম ফাউন্ডেশন ভোলাহাট,
লোকেশনঃ উপজেলা সদর, ভোলাহাট
জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ
জেলা সদর থেকে দূরত্বঃ ৫০ কিলোমিটার
যোগাযোগ ব্যবস্থাঃ জেলা সদর থেকে সড়ক পথ ,
রহনপুর রেল স্টেশন থেকে ২৬ কিলোমিটার, সড়ক পথ
স্থাপিতঃ ২০০১ খৃষ্টাব্দ
মালিকঃ আম চাষী শেয়ার হোল্ডার
লক্ষ্য ও উদ্দেশ্যঃ ০১.আম বাগানের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ ০২.মৌসুমের সঠিক সময়ে আম আহরণ ০৩.কীটনাশক ও কেমিক্যাল মুক্ত আম বাজারজাত করণ
০৪. আম বাজার জাত করনের জন্য মধ্যস্বত্বভোগী, ফড়িয়াদের বিলুপ্ত সাধন
০৫. দেশের বিভিন্ন প্রান্তের আম ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা বিধান
০৬. এলাকার বাইরের ব্যবসায়ীদের নিরাপদ আবাসন
০৭.যত্রতত্র আমের বাজার নিয়ন্ত্রণ
ইত্যাদি
আম ফাউন্ডেশনের বাইরের দৃশ্য
বাজার
বাজার
টিস্যু দিয়ে প্যাকেজ তৈরি
এজন্য সরকারের সর্বোচ্চ প্রতিনিধি ও শেয়ার হোল্ডারদের নির্বাচিত স্থায়ী প্রতিনিধি সমন্বিত শক্তিশালী কমিটি রয়েছে। তাৎক্ষণিক সমস্যা সমাধানের জন্য সরকারি সংস্থা ও জনপ্রতিনিধি দ্রুত ব্যবস্থা গ্রহন করে থাকেন।
সব মিলিয়ে একটি দারুণ সম্ভাবনাময় পরিচ্ছন্ন পরিবেশে নিজেদের আম বাজার।
বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে এসে প্রিয় বন্ধু আপনি ইচ্ছেমতো আম কিনে আবার ঐদিনই ফিরতে পারেন আনন্দে।
আড়তে শ্রমিক কাজ করছেন
খড়ের ওপর ছড়ানো আম
যাতে একটুও আঘাত না লাগে
হিমসাগর, লক্ষনভোগ,লেংড়া
নিজেদের মার্কেট, কুরিয়ার সার্ভিস
বিক্রয়ের অপেক্ষা, হিমসাগর
ঝড়ে পড়া আম, আড়তে জমাকৃত
চাইলে চাঁপাইনবাবগঞ্জের কলাইয়ের রুটির রসনা তৃপ্ত হতে পারেন।
মন চাইলে ঐতিহাসিক সোনামসজিদ ঘুরে যেতে পারেন নির্বিঘ্নে, ঘন আমবাগানে ইচ্ছেকৃত হারাতেও পারেন। কেউ বাঁধা দেবে না। শুধু নিজে না চাইলে পরিবার নিয়ে আসুন,
আপনাকে শুভেচ্ছা
স্বাগতম
নুরে আলম মুকতা,
লেখক, সাহিত্যিক ও সহ সম্পাদক মহীয়সী
আরও পড়ুন