Ads

মৃত্যুর পরে

শাহীন আক্তার স্বাতী

আমার মৃত্যুর পর
কেউ ফেলোনা দু ফোঁটা অশ্রুজল
কিনবা দীর্ঘশ্বাস!
জানোতো, শবের কাছে পৌঁছায়না
কোন কষ্টের নটিফিকেশন।
আমি জানতেও পারবোনা
আমার অপূর্ণতায় কে কতটা শূণ্য হয়ে গেছে!
আমার মৃত্যুর পর
কেউ নির্মাণ করোনা কোন তাজমহল
কিনবা স্মৃতিস্তম্ভ।
জানোতো, মৃতচোখ কেবলই আঁধার দেখে।
সমাধির পরে জ্বেলে রাখা মোমের আলোয়
ক্ষতবিক্ষত মৃত আত্মারা কখনও আলোকিত হয়না।
মরে গেলে কখনও বলোনা
বড় ভালো ছিলো,
শবের কর্ণকুহরে পৌঁছায়না কোন শব্দ ভান্ডার
মৃত্যুর পর স্বপ্ন পূরণের চেষ্টাও করোনা কখনও
জানোতো, মৃতের কোন স্বাদ নেই, আহলাদ নেই
নেই কোন চাওয়া পাওয়ার হিসেব।
মৃত্যুর পর কখনও বলোনা ভালোবাসি
যদি পারো ভালোবেসো
মৃত্যুর পূর্বে আহত আত্মাটাকে
যে আত্মা মৃত্যুর পূর্বেও মরেছে হাজার বার।

শাহীন আক্তার স্বাতী জাপান প্রবাসী কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন