Ads

কবির স্মরণে (কবি আল মাহমুদ স্মরণে)

ফারহানা শরমীন জেনী

আমি শুধু ভাবি কেমন করে লেখ তুমি স্বপ্নচারী কবি?
কি দিয়ে যে ভাব? স্বপ্ন আঁক রং দিয়ে যে সবই!
পাঠে তোমার আনমনা মন
বনে বাঁদাড়ে ছুটত সারাক্ষণ।
দুধের বাটি উল্টানো চাঁদ তাই নিয়ে ভাবতে যেয়ে
পাতলে লেখার ফাঁদ।
পাখির মত বন্য হয়ে উড়তে তুমি চাও তাইত তুমি আকাশপানে স্বপ্ন ঘুড়ি উড়াও।
মায়ের সোনার নোলক অরক্ষিত আজ অশান্ত রাত সকল ফেলে গেলে পরলোক।
তাইত আজ তোমার বিহনে বিষাদ গিতীর বন্যা গাইছে বসে শহীদ তিতুর সবুজ শ্যামল কন্যা।
মায়াবী পর্দা আর সোনালী কাবিনের কালজয়ী রচয়িতা তুমি আবেগ আর বাস্তবতায় উচাটন পাঠকের মন।
মেঘলা ভোরের স্মৃতি আর ডাহুকের ডাকে চলে গেলে জুমাবারে সুন্দর ভূবনের দিকে।
ভালো থেকো কবি কাঠগোলাপের সুবাস মেখে
জান্নাতের ফুল বাগিচায় সৃষ্টিকর্তা হাসছে তোমায় দেখে।
সকল ঋদ্ধ করে শুদ্ধ কিছু ভলোবাসা আবেশে সবুজ বাংলার বুকে মানুষের হৃদয়ে চিরজাগ্রত বিদায় মহাকালের কবি থাক শান্তির পরশে।

ফারহানা শরমীন জেনী কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন