Ads

একুশ তুমি

এমদাদুল হক হীমু

একুশ তুমি
দৃপ্ত পদচ্ছাপ রেখে যাওয়া রক্ত ঝরানো কর্মসূচি।

একুশ তুমি
যৌবনের চলার ছন্দে বাঁধ ভাঙা জোয়ার   ফুঁসে ওঠা জলোচ্ছ্বাস; দানবেরও অরুচি।

একুশ তুমি
নির্লজ্জ ভীষণ বেহায়া সৈনিক
অন্যায়ের মোকাবিলায় উঁচু মাথা,
টুটি চেপে ধর শাসকের শোষিতেরে গড়ে তোল মহাবীর।

একুশ তুমি
অধীর আগ্রহ নিয়ে চেয়ে থাকা মায়ের সোনার ছেলে নির্ভিক,
ছিনিয়ে আনিতে মায়ের ভাষা অকুতোভয় তিতুমীর।

একুশ তুমি
অংকুরিত বীজ স্বাধীনতার
ষড়যন্ত্রের পাঁজরে লাথি মেরে রক্ষা কর জনতার অধিকার।

একুশ তুমি
ঐক্যবদ্ধ ছাত্রদের মুষ্টিবদ্ধ হাত স্লোগানমুখর রাজপথে উৎসর্গিত প্রাণ অকাতর।

একুশ তুমি
প্রেরণা আমার আপোষহীন স্বাধীনতার,
তুমিই রক্তের আল্পনা আঁকা রাজপথে বিজয় পতাকা আমার।

আরও পড়ুন