Ads

একুশের বোধ

হাবিবা মৃধা

শহীদ মিনারে নিরাপত্তা শক্ত
সাধারণের পথ রোধ ,,
এই পথে যারা ঢেলেছে রক্ত
এই কি তাদের শোধ??

একুশ মানেই আলপনা আর
হলুদ ফুলের মালা,,
বাংলাটা নেই ঠিক প্রাণে যার
শুধু সেলফির পালা??

যে প্রাণ জীবন বিকিয়ে
এনেছে ভাষার মান ,,
শহীদ রণ নাম লিখিয়ে
পেয়েছে পরিত্রাণ??

কেমন আছে পরিবার তাদের,
কি ছিল তাদের চাওয়া,,
রাখিনা আমরা খোঁজটুকু যাদের
তবে কেন মিথ্যে ফুল দেওয়া??

শতাব্দী পেরিয়ে বর্ণমালা এড়িয়ে
আর নয় তেরি মেরি গান,,
মোনাজাত করি হাতদুটো বাড়িয়ে
জুড়ায় যাতে শহীদী প্রাণ!!

হাবিবা মৃধা কবি।

আরও পড়ুন