Ads

গানঃ মহিমান্বিত রজনী

আব্দুস শাকুর তুহিন

এই পৃথিবী নামক গ্রহের মায়া
আঁকড়ে ধরেছে তোমাকে আমাকে,
কাবার পানে মুখ ফেরানোর
অবসর মেলেনা জীবনের বাঁকে।
তবু রহিম তিনি গফুর তিনি
দিলেন এক মহিমান্বিত রজনী।
তবু রহিম যিনি দিলেন তিনি
হাজার মাসের চেয়ে সেরা রজনী।
সালাম সালাম, কুল্লুহু সালাম
হাজাল লাইলু কুল্লুহু সালাম।

নুরে নুরে ওহী সুরে
উঠলো ভরে বিশ্ব চরাচর,
শান্তি সুবাস নিয়ে আজি
ফেরেশতারা হলো মুখর।
এই রাত রহমে ভরা
ক্ষমার জোছনা ঝরা।
এই রাতে তো বন্টিত হয়
ভাগ্য সৃষ্টি তামাম।

এই রাত কুরআনের
কুরআন এলো বলে এই রাত।
মানলে কুরআন বইবে সুঘ্রাণ
আসবে জীবনে সুপ্রভাত।

আল্লাহুম্মা ইন্নাকা আ’ফুউউন তুহি’ব্বুল আ’ফওয়া ফা’ফুআন্নি।

আরশ মালিক ভালবাসেন
করে দিতে ক্ষমা,
চাই পানাহ চাই সকল পাপের
আছে যত জমা ।
ফা’ফু আন্নী ইয়া সালাম।

কবিঃ গীতিকার, সুরকার ও সঙ্গীতশিল্পী

 

আরও পড়ুন