Ads

ঘরে ঘরে ঈদ

রফিকুল্লাহ্ কালবীঃ

চাঁদের কাছে ঈদকে এবার
দেবো না কো ধার
ঈদকে এবার ছিনিয়ে নেবো
একান্তই আমার।

চাঁদ মামাকে হাসাবো ভাই
কাতুকুতু দিয়ে
নইলে সন্ধ্যে তারার সাথে
পড়িয়ে দেবো বিয়ে।

নাই বা খুলুক ঈদের আগে
সপিং মলের দ্বার
ঈদ তো থাকে মনের ভিতর
খুলবো সে দুয়ার।

নাই বা হলো নতুন পোষাক
পুরান আছে ঢের
ঘরের ভেতর ঈদ বসাবো
সেলাম সকলের।

অনলাইনে ছড়িয়ে পড়ুক
ঈদের নিমন্ত্রণ
হাত ইশারায় কোলাকুলি
চলুক সারাক্ষণ।

দাও জানিয়ে মহামারির
কেউ করি না ভয়
ঘরের কোণে থেকেও এবার
ঈদের হবে জয়।

জীবন হবে আরও রঙিন
করে যাই প্রত্যাশা
করোনার চোখ ফাঁকি দিয়ে
চলুক ভালোবাসা।

লেখকঃ কবি।

আরও পড়ুন