Ads

বিচিত্রা

মো: গোলাম হাসিব

কেন ভাসে কালো জলে কালো কুচকুচে হাঁস?

কেন ভাসে মেঘে মেঘে পাখিদের ঐ ঝাঁক?

নদী কেন আঁকাবাঁকা, পারাবার উত্তাল
রাখালি বাঁশির সুরে পশুগুলো একপাল ।

কেন চাঁদ হাসে ঐ আকাশের এক কোণ
হিংস্রের গর্জনে কেঁপে ওঠে শতবন ।

হিমালয়, আল্পস যত শত ভূধর ঐ
স্থির চুপচাপ, তারকার মানে কই ?

মানুষের জনপদ ব্যস্ত চঞ্চল
ভাবনায় মন শুধু উত্তল অবতল ।

নানা ভাষা নানা দেশ পরিবেশ ভিন্ন
পৃথিবীর খেলাঘর রকমারি অন্য ।

স্থল জলপথ আকাশের সীমানা
মনে হয় উড়ে যাই ধরাবাঁধা আর না ।

বিচিত্র প্রতিযোগী সুখ দুখ হিংসা
প্রকৃতির মায়াজাল খুব গাঢ় ঝাপসা

কবিঃ ছাত্র, ১ম বর্ষ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

 

আরও পড়ুন