Ads

মহীয়সীর কলাম

শ্রেষ্ঠ নবী নবীদের নবী মুহাম্মদ(সঃ)
      -মোঃরুহুল আমিন। 
যার আগমনে পৃথিবীর সকল সৃষ্টি আলোকিত,
যার দেখানো আলোকিত পথে
অন্ধকারে নিমজ্জিত মানবজাতির মুক্তি একমাত্র পথ।
অন্ধকারে নিমজ্জিত মানবজাতিকে
মুক্তির দূত শান্তির দূত রহমতের কাণ্ডারী করে
পাপাচার থেকে মুক্তি দিতে
মহান আল্লাহতালা পৃথিবীতে পাঠিয়ে ছিলেন
চৌদ্দ শত বছরের বেশি সময় আগে,
প্রিয় নবী,শ্রেষ্ঠ নবী নবীদের নবী
মুসলিমদের কলিজার টুকরো হযরত মুহাম্মদ(সঃ) কে।
আল আমিন বা বিশ্বাসী যার উপাধি কিশোর বয়সে
মুশরিকদে কাছ থেকে,
ইসলামের দাওয়াতে অপবাদ বিদ্বেষ ছড়াতেন
সেই মুশরিক কাফের দল
আজও তাদের রক্তের উত্তরসূরিরা রটাচ্ছে মিথ্যে অপবাদ
শোন!হে কাফের বেঈমান মুশরিকদের দল
ধ্বংস তোদের অনিবার্য মূর্খের দল,
আল্লাহর প্রিয় হাবীব, মুসলমানদের নয়ন মণি
কলিজারর টুকরো তিনি
মুসলিমের নিঃশ্বাস জুড়ে বসবাস তার
মুহাম্মদ(সঃ)এর প্রতি ভালোবাসার কোন কমতি নাই।
পুরো সৃষ্টি জগতের রহমত তিনি
কেয়ামতের পরে জান্নাতের দরজা খুলবেন তিনি
হিম্মত তোদের হয় কি করে কাফেরের দল
কলিজাটা টেনে বাহির করে নেবো
আর কোন অপমানের মিথ্যে বৃথা চেষ্টা করিস যদি!
বেঈমানের দল ইতিহাসের দলিল সংগ্রহ করে দেখ
মুহাম্মদ (সঃ) এর জীবনী পড়ে দেখ
মানব জাতির সব কল্যাণ দিয়েছেন তার জীবনীতে
আল্লাহ তার প্রিয় হাবীবকে জিবরাইল(আঃ)এর মাধ্যমে
এমন কিছু নেই বাকি
কোরআন সুন্নাহ মুক্তির একমাত্র দিশারি।
সাহস হয় কি করে বেঈমান মুশরিকের দল
আর কটুকথা হলে জিব কেটে তোদের লাগাম টেনে
ধরবো,কুণ্ঠাবোধ হবে না ঈমাদারের।
হুশিয়ার সাবধান বেঈমানের দল
সময় থাকতে আল কোরআনের পথে
মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ কর,
কঠিন দিন আসছে তোদের সংকেত দিয়ে গেলাম।
নবী মোদের নয়ন মণি,হৃদয়ে যতনে প্রিয় নবীর বসবাস
অযথা বিপদ ঢেকে আনিসনে,
ইসলামের ইতিহাস দেখ চেয়ে
কচুকাটা হবি তোরা,বিজয়ের পতাকা উড়বে
সেদিন খুব দূরে নয়,সন্নিকটে কড়া নাড়ছে।
রাসূল আমার ভালোবাসা, মুসলমানদের আলোর দিশারি
সবকিছুর বিসর্জন দিতে পারে
আল্লাহর হাবীবের শান মানের প্রশ্নে
মুসলমানদের রক্ত কণিকা অগ্নি রূপ ধারণ করে
রক্তে সাগরের অগ্নিকুণ্ড সৃষ্টি হবে
মুসলিমদের রক্তে পুরো পৃথিবীতে সাগরের সৃষ্টি হবে
তবু্ও প্রিয় নবী,সর্বশ্রেষ্ঠ নবী,নবীদের নবী
ওনার শান মানের প্রশ্নে আপোষহীন,
ভুলে যাসনে তোরা, মুসলিম বীরের জাতি
ইনসাফ আর গৌরব গাঁথা ইতিহাস
মুসলমানদের হাতেই হয়েছিল, আবারও হবে
ইনশাআল্লাহ।
সৌদি আরব,
২৯/১০/২০২০ইং

 

মোঃরুহুল আমিন,কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন