Ads

শোনো

শামীমা রহমান শান্তা

মোবাইলের পর্দাজুড়ে
ঘোরাফেরা করছো যখন,
মনে রেখো ভালো-মন্দ
তোমার মুঠোয় বন্দি তখন!

ইচ্ছে হলেই পড়তে পারো
হাজার হাজার বইয়ের পাতা,
অযুত রঙে আঁকতে পারো
তোমার মনের গল্প কথা!

দেখতে পারো গল্প নাটক
শুনতে পারো লক্ষ গান,
ইচ্ছেমতন আঁকিবুকি
রঙের ভেলায় মারো টান!

অসীম ঐ আকাশ তোমার
সৃষ্টি মুখর তপ্ত দিন ,
গড়তে পারো ইচ্ছে হলেই
নতুন বিশ্ব খুব রঙিন ।

কিন্তু শোনো আলোর পাশেই
অন্ধকারের বসবাস ,
একটুখানি ভুল হলেই
পা পিছলে সর্বনাশ!

ডিজিটালের পর্দা জুড়ে
পাতা আছে মৃত্যু ফাঁদ,
সাবধানেতে সামনে বাড়ো
শয়তানি সব করে বরবাদ!

বিশ্ব তোমার তুমিই গড়ো
জোরকদমে সামনে যাও,
একা একা যায় না জেতা
ভালো বন্ধু সঙ্গে নাও।

এই দেশটার সবুজ জমিন
তোমার বিজয় অপেক্ষাতে,
ভালো মন্দ বুঝে বুঝে
সফল হও পথ চলাতে!

আরও পড়ুন