Ads

কলমি লতা

—- হোসনে আরা মেঘনা

কলমি লতা কলমি লতা
জমিন জুড়ে গড়াও
সবুজ দেহে সাদা ফুলের
মালাটাও বানাও।

পাতায় ঢালো সবুজ আর
ফুলে ঢালো সাদা
ফুটফুটে রঙ ফুটিয়ে রাখো
গায়ে লাগেনা কাদা।

বন-বাদারে জলের ধারে
খুঁজি তোমায় কত
হেথা দেখি ফুল ফুটিয়ে
সৌন্দর্য্য বিলাও শত।

তোমার ফুলে প্রিয়ার চুলে
দেখবো অপার সাজ
দাওনা মোরে আদর করে
ভাঙবো প্রিয়ার লাজ।

কলমি লতা, কলমি লতা,
কত ফুল ফোটাও
তোমার আছে ভুরি ভুরি
জলের ধারে লুটাও।

একটি দিলে খুশি দিলে
প্রিয়ার কাছে যাবো
খোঁপায় বেঁধে দেবো গেঁথে
আনন্দে হারাবো।

হোসনে আরা মেঘনা – কবি ও সহ-সম্পাদক, মহীয়সী।

আরও পড়ুন