Ads

আমার দেশের ছবি

আবু এন এম ওয়াহিদ

বাঁশ-ঘাস, করই-বরই, কলা আর কচুরিপানা,
না, না, এর চেয়ে সুন্দর আর কিছু হয় না!

এত ঘন রঙচ্ছটা
সবুজের ঘনঘটা
যত দেখি তত ভাবি, আরও দেখি!

মেঘে ঢাকা আসমান,
তার নিচে বহমান
ওই দেখি ওই নাই
জলধারা নাই নাই!

এ কি তোলা ছবি,
না কি আঁকা ছবি?
আমার দেশের ছবি,
আমি তারে চিনি!

এ তো ছবি নয়
এ যে কথা কয়,
কত কথা!
মধুর মধুর স্মৃতিকথা!

আরও পড়ুন