Ads

আমি কবি হবো

মানসুরা শরীফ

দেখো একদিন আমি কবি হবো
না হয় বিপ্লবী হবো
না হয় দুই রবো
অন্তরের পোড়া ছাইয়ে
বসন্তের রং মেখে দেবো

তিউনিসিয়ার যৌবন দীপ্ত
যুবকের মতো আত্মাহুতি দিয়ে
এ জনপদে শীতের রুক্ষতায়
সজীবতার পরশ ছোঁয়াব

ঘুমন্ত মস্তিষ্কে অক্সিটোসিন নামক
নিঃসৃত শক্তি রস ঢেলে দিবো
হয় কবি হবো না হয় বিপ্লবী হবো
তবুও নির্জনতায় শব্দ ঝংকার তুলবো

কবিরাও বিপ্লবী হয়
আমি কবি হবো,
কলমে কাগজে যুদ্ধ বাঁধাবো
সাদা-কালোর বন্ধন জুড়ে দিবো

যুদ্ধ বিনা সন্ধি!!
এ যেন আত্মাকে
অন্যের খাঁচায় বন্দী
জীবন এতো শান্ত নয়

সংগ্রামে তৃপ্তি বিষাদচূড়ায়
তবুও এ দ্বিধা হৃদয় জ্বলায়
শান্তি আর সন্ধির মাঝে
কবিতা আর বিপ্লব অন্তরায়

মিটিয়ে সব দায়
হিসেবের প্রতিটি পাট চুকিয়ে
আমি কবি হবো না হয় বিপ্লবী
তবুও আধাঁর ছেদিয়া আনিবো
এক রাঙা প্রভাত….

থামিয়ে দিবো হৃদয়ের স্পন্দনে
বয়ে যাওয়া রক্তক্ষরণ
টুটে সব নীল নকশার ঊর্ণাভ
আসুক ধেয়ে বিপ্লবী তপ্ত হাওয়া

দেখো আমি কবিই হবো
মাথার নিউরনে ছায়াপথ
আর ব্লাকহোলের স্নায়ুযুদ্ধে
শব্দের বাণে বিদ্ধ জমা ক্ষত

দূষিত সংস্কৃতির ঝড় হওয়ায়
উড়ে যাওয়া কাব্যমালা
দার্শনিকের নান্দনিক তত্ত্ব
ফিরিয়ে আনবো ফের ইতিহাসে

জেনে নিয়ো আমি কবি ই হবো
কবিরাও বিপ্লবী হয়
কঠিন মলাটের ভাঁজে
বর্ণে বর্ণে সংগ্রামে জয়ী হবো

সভাকবিদের ভীড়ে, আড়ম্বরময় নীড়ে
বৃথা অন্বেষণ,
আমার বর্ণরা ছন্দ বাঁধে
পথের ধারে ছড়িয়ে থাকা মুক্তা মাঝে

শব্দের পরে শব্দ গাঁথে
নিঃশব্দতায় ভর করে
ভাষাহীন বাক্যের রহস্য ভেদে
সহস্র পৃষ্ঠার গল্প আছে মিশে

দেখো একদিন আমি কবি ই হবো
না হয় বিপ্লবী হবো
না হয় দুই রবো
অন্তরের পুরা ছাইয়ে
বসন্তের রং মেখে দেবো

সাহিত্যে পরমাণুর বিস্ফোরণে
কয়েক হাজার যুগ বুদ্ধিবৃত্তির
বন্ধ্যাত্বের দূরহ ব্যধিতে জর্জরিত
এ অরন্যে নিঃসৃত হয় বিষাক্ত বায়ু

চলো কবি হই,আমি কবি ই হবো
না হয় বিপ্লবী হবো
সমীরণে ছড়িয়ে স্নিগ্ধ সুবাস
গড়ি চলো নির্মল সংস্কৃতির আবাস

লেখক- শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন