Ads

কথার কথা

আব্দুস শাকুর তুহিন

শুনেছ কি কয়েনের
শব্দ ও সুর?
দামে কম তবুও সে
বাজায় নূপুর।

কাগজের নোটে নাই
শব্দ ঝনাত,
এতো দামী তবু সে
নীরব প্রপাত।

বাড়বে যখন কারো
নাম দাম যশ,
কমবে কথার খৈ,
মনে হবে “চুপ রই”
নীরব থাকা যদিও
কিছুটা নিরস।

যখন শোনার কথা,
শোনার সময়,
তখন সরব থেকে
ভালো কিছু হয়?

রাগের গরমে যদি
জ্বলে ওঠে মন,
কষ্ট হলেও থাকো
নীরব তখন।

জটিল অবস্থাতে
বেশি কথা মানে,
বাড়বে জটিলতা
জ্ঞানীরা তা জানে।

কথা বলে যদি হয়
লজ্জা পেতে,
চুপ থাকা ঢের ভালো,
কি লাভ মেতে!

যে কথার মালাতে
বন্ধু নারাজ,
সে মালাটা না-ই গাঁথি
চুপ থাকি আজ।

যে কথাতে অন্যের
মনে বিঁধে তীর,
সে কথার লাগামটা
টেনে ধরো ধীর।

বলতে কথা যদি
হয় চিৎকার,
কি লাভ বলো সেই
কথা বলে আর!

কথার প্রভাব যদি
হয় ভুল রং এ,
কি হবে সে রং ঢেলে
বেভুল ঢং এ?

বলবো না কথা
তিন ভাবনা বিনা,
প্রথমত, কথা বলা
জরুরী কিনা?
দ্বিতীয়ত, কথা বলে
আসবে কী ফল?
তৃতীয়ত, ভাঙবে কি
কারো মনোবল?

কথা বলি কম কম
কম কম কম,
প্রয়োজনের বেশি
নয় একদম।

০০:৩৪
০১.০১.২০২০

আব্দুস শাকুর তুহিন কবি ও গীতিকার। 

আরও পড়ুন