Ads

কালবৈশাখী

তারিকুল ইসলাম সুমনঃ

পাগলা হাওয়ায় ঘূর্ণী ওড়ে
খড় বিচালি-খড়,
চৈত্র শেষে মেঘ কড় কড়
কাল বৈশাখীর ঝড়।
আমের বনে মাতম ডাকে
করুন যেন হাল।
সবুজ গুটি আছড়ে পড়ে
ওড়ায় ঘরের চাল।
বকের সারি হাওয়ায় ঘোরে
উড়তে বাঁধে বাঁধ,
কালো মেঘে পাহাড় গড়ে
মিটায় যেন সাধ।

কাল বৈশাখীর মনটা কালো
কঠিন করে মুখ,
এক নিমেষেই ভেঙে চুড়ে
দেয় ছড়িয়ে দুখ।

লেখকঃ কবি।

আরও পড়ুন