Ads

তোমাকে যাবে না ভোলা কখনও

 

তোমাকে যাবে না ভোলা কখনও
তুমি ছিলে আমার কাছে পুরুষ প্রথম
জীবনের চেয়ে ছিলাম বেশি প্রিয়
তুমি আমায় রাখনি মাটিতে তখনও
তাই তোমাকে যাবে না ভোলা কখনও।

সেই ছেলেবেলা থেকে তোমার বুকে
চলেছি মুখ রেখে ভুলি নাই এখনও
তোমার সেই সুগন্ধি মাখানো ঘাম
আকে আমার এ নিরব মনেতে
তাই তোমাকে যাবে না ভোলা কখনও।

তোমার মুখের সেই গল্পগুলো আজ
স্মৃতি হয়ে বিধে মোর হৃদয় পটে
জীবনের বাস্তবতায় সঠিক পথের দিশা দেয়
তাই তোমাকে যাবে না ভোলা কখনও।

তোমার স্নিগ্ধ ছোয়ায় হারিয়ে যায়
যেথায় গেলে আমি তোমায় খুজে পাই
সেই বটবৃক্ষের নিচে মনে হয় আজও আছি দাঁড়িয়ে
তাই তোমাকে যাবে না ভোলা কখনও।

তুমি আজ চলে গেছ অনেকদূরে
আমাকে ছেড়ে অজানালোকে
তুমি রয়েছো আমারি মানস পটে
যেখানে কেউ পৌছবেনা এখনও
তাই তোমাকে যাবে না ভোলা কখনও।

কামরুজ্জামান জেমস- কবিও সাহিত্যিক

আরও পড়ুন