Ads

নিজেকে মারি খোঁচা

বন্ধ হলো শিক্ষায়তন
বন্ধ হলো আকাশ পথ,
অনুষ্ঠান আর খেলাধুলা
জনসমাগমের রথ।

বন্ধ হলো আমদানী আর
বন্ধ হলো রফতানী,
বন্ধ হলো ড্রামস পিয়ানো
কিংবা শখের দফখানি।

বন্ধ হলো করমর্দণ
কোলাকুলি কত্ত কী!
তবুও মন মনন তুমি
ভীষণ রকম মত্ত কী!

সব কিছু আজ বন্ধ হলেও
খোলা শাফী কাফীর দ্বার,
তার আলো জুটলে কপালে
লাগবে কি রে পাগল আর!

আব্দুস শাকুর তুহিন – শিল্পী ও কবি

আরও পড়ুন