Ads

পৃথিবীর কাছে

আরণ্যক শবনম

ঘুম পালিয়ে গেছে,সীমান্তে কাটাতারের ওপারে,

চোখের মধ্যে শুধু জ্বলজ্বলে আগুন আর ধোয়া।

কারো উপর অভিমান নেই আমার,অভিযোগ নেই।

কথা ছিলো নতুন স্বপ্নেরা আসবে,প্রতিটা প্রভাতে গাইবে

তবু,বেসুরো আমি,

ভালোবাসি আজো।

প্রতীক্ষা তোকে আমার সাথী করে নিয়েছি আমৃত্যু।

কেমন অপার্থিব সুরার আস্বাদ দিয়েছিলে আজও,একটুকু আবেগহীন হয়নি আমি।

নতুন কুড়ি আজ স্বপ্নিল শোভা আলো ঝলঝল,

আমি অভাব অনুভব করিনি, এক অদৃশ্য আবেশে জড়িয়ে।

দিন গুনি আর ভাবি,হয়ত রাতের অন্ধকারে আমিও হয়ত হবো উদ্ধাস্তু,ঘরছাড়া,কোলে থাকবে আমার স্বপ্ন।

দ্বিগিদিক ছুটে হয়ত তোমার সামনে দাড়াবো,

কি সেদিনও কি অন্তত আমাকে ত্রান দেবে না!!

নাকি,দাড়িয়ে থাকবে প্যারালাইজড হয়ে।

খোলা আকাশের নিচে আমাকে দেখে কি মুগ্ধ হবে না!!

অপলক বিস্ময়ে,

আমার কোনো অভিযোগ নেই,

বিশ্বাস করো,

হে স্বপ্ন কারিগর,

তুমি আমার স্বপ্নও নিয়ে যাও,আমাকে তুচ্ছ ভাবো!

আমি আর প্রিয়তমের সান্নিধ্যের কথা ভাবি না,

যদি সাহস থাকে, তাকিয়ে দেখো বক্ষে ক্ষত হয়ে ঝড়ছে দুধের নহর।

মাতৃত্বের আরাধ্য সময় আজ আমি,দুঃস্বপ্ন হয়ে দাড়িয়েছি।

তবুও বিশ্বাস করো,আমার অভিযোগ নেই,একটুও কষ্ট নেই।

27-09-17

আরও পড়ুন