Ads

প্রেমময়

আব্দুস শাকুর তুহিন

বলিনিতো “দেখব না শ্রাবনের চাঁদ,
দেখবো না চড়ুই এর প্রেমডোর বাঁধ।”
বলেছি কি “শুনবো না রাতের ডাহুক?
ঘরে ফেরা বলাকারা নাইবা ডাকুক?”

এইখানে প্রতিদিন ভোর হয় ঠিক,
বকুল সুবাস মাখে মননের দিক।
তবু যেন বৃষ্টিরা অথৈ সুদুর,
শ্রাবণেও তাপদাহে নাচে মনপুর।

সুহাসিনী ভোর ঢালা সুবহে সাদিক
তুমি যার তাঁর কাছে বলে দিও ঠিক,
এইখানে পুড়ে যাওয়া একটি হৃদয়
পুড়ে পুড়ে তাঁর প্রেমে আজও প্রেমময়।

লেখকঃ কবি, সাহিত্যিক ও সংঙ্গীত শিল্পী।

আরও পড়ুন