Ads

পড়

জাকারিয়া আব্দুল্লাহ্

আল কুরআনের প্রথম ধ্বনি
পড়রে বান্দা পড়,
অভিজ্ঞতা লাগিয়ে কাজে
জীবনটাকে গড়।

থাকিসনা আর তুই উদাসীন
নিজের সাথেই লড়,
আলস্য সব ফেলিয়ে ছুঁড়ে
সংকীর্ণতা কররে পর।

নিজেকে তুই কররে তৈরী
এমন শক্তিধর,
কখনও যেন তুই না-ভাঙ্গিস
আসুক যতই ঝড়।

থাকবেনা কেউ এ-ধরাতে
চিরজীবন ভর,
বাঁচতে যদি চাসরে ভাই
পড়তে পড়তেই মর।

জাকারিয়া আব্দুল্লাহ্ কবি ও ছড়াকার।

আরও পড়ুন