Ads

বিজয় ১০:৬

সুমেরা জামান

৪৮ বছর পার হলো
তবুও এ সংসারে বিজয় দেখিনি
শীতলক্ষ্যায় নৌকার মত
মানুষ ভাসতে দেখেছি
লাশের মিছিল দেখেছি
মায়ের ললাটে বিস্ময় দেখেছি
নয়নে বিজয় দেখিনি!

১০ : ৬ পতাকা দেখেছি
খামচে ধরা শকুনের থাবা দেখেছি
সবুজের মাঝে লাল রক্তের সূর্য দেখেছি
শুধু আলো দেখিনি!

জরায়ুতে থাকা শিশুটির
বুলেট বিদ্ধ চোখ দেখেছি
সেই চোখে পরাজয়ের গ্লানি দেখেছি
মুক্তির ঝাঁঝালো শ্লোগান দেখিনি!

স্মৃতির মিনারে শহিদের স্বপন দেখেছি
৪৮ বছর পেরিয়ে গেলে শুধু
জাগরণ দেখিনি।

আজও মানুষ বিজয় খুজে
সবুজের আড়ালে
জেগে উঠতে চায়
৭১ এর আদলে।

সেই দীপ্ত কণ্ঠস্বর
চায় শুধু, আরো একটিবার
চিৎকার করে জানিয়ে দেবার
” বাংলার মানুষ মুক্তি চায়
বাংলার মানুষ স্বাধীনতা চায়”

বিজয় এসেছে ৪৮ বার
স্বাধীনতা আসেনিকো একটিবার।

কবিঃ সাহিত্যিক ও কলামিস্ট

 

আরও পড়ুন