Ads

বিমূর্ত শৈশব

 মাহফুজুর রহমান আখন্দ

ত্রিকোণমিতি বুঝিনা আমি

বুঝি না  ভৌতবিজ্ঞানের

নান্দনিক সমীকরণ

জৈবিক রসায়নে ডুব-সাঁতার

কাটতে কাটতে

সামনে পড়ে বারমুডা

ট্রায়াংগেল

কিংকর্তব্যবিমুঢ় আমি।

আশার সংকেত খুঁজি

মাড়িয়ে চলি সম্ভাবনার

বাউড়ি বাতাস

কচি ফসলে দোল দিয়ে

এগিয়ে চলা বাতাসের মতো

ভেতরটা নড়েচড়ে ওঠে

জীবন-বাঁশিতে সুর ওঠে,

নতুন চরের পূর্বাভাস।

স্বপ্নসজ্জায় গড়াগড়ি খেলি

হারিয়ে ফেলি কল্পনার

নিয়ন্ত্রিত চাবি

জানি না

ফলিত রসায়ন জাগাবে কি না

ফেনিল স্বপ্নশৈলীর বিমূর্ত শৈশব।

কবিঃ সাহিত্যিক, কলামিস্ট, গবেষক এবং অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন