Ads

বিষন্নতা

কিচ্ছুটি ভালো লাগছে না। কোন কাজ, কর্ম,লেখালেখি,বেড়ানো কিছুই যেন আর টানেনা।
কেন???
চোখ বুজলে দেখি দুঃস্বপ্ন।
চোখ মেললে ঘিরে ধরে বিষণ্ণতা আর শতত মলিনতা।
জীবনের পথে হেঁটে চলা হোঁচট খেলেও, ক্লান্তিহীন পথ চলা থমকে থাকে না —
মাঝেমাঝে জীবনকে ফাঁকি দিয়ে হারিয়ে যেতে ইচ্ছে করে।
অভিমান!!!
গুচ্ছ গুচ্ছ অভিমানের ভারে আজ আমি ব্যাথাহীন।।

 

মাহমুদা খাতুন – কবি

আরও পড়ুন