Ads

“ম” কাব্য

মহান স্বাধীনতাযুদ্ধের অমর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি মহীয়সীর শ্রদ্ধাঞ্জলি

আমি অমর সন্তান

   -নুরে আলম মুকতা

আসমুদ্র হিমাচল
আমার বাবার পদতল ।

যক্ষের লড়াইয়ে বিক্ষত
অমানিশায় নয়কো অবনত !

খরস্রোতা ঢেউয়ে আছড়ায়
হুঙ্কারে ওঙ্কারে দিগন্ত কাঁপায়!

পৃষ্ঠে বিষাক্ত শ্বাপদের কামড়
তারপরেও অজর অমর !

দৃপ্ত শরীরে নাঙ্গল ঠেলা শরীর
কাঁপে তবু লড়ে মহাবীর ।

বিশাল খড়ের গাদা মাথায় চলে
বুনো কাঁটা, বাঘের কথা বলে ।

দূরন্ত মাঝি বাঁকা কাঁধে গুণ টানে
বাবা আমার ঢেউয়ে বজ্র হানে।

চোখে তারার ঝিলিক অসীম
একবুক ভালোবাসা অকৃত্রিম।

কে কেরে তুই আমার শত্রু ?
সামনে আয়, নেই কোন অশ্রু।

লড়ে যা প্রাণের নেই তো ভয়
আমি নিঃসীম সীমা অক্ষয়।

দুর্বার আমার গতি আমি অমর
আমি জয়ী বিশ্ব চরাচর।

নুরে আলম মুকতা,কবি,সাহিত্যিক,অনুবাদক ও সহ-সম্পাদক,মহিয়সী।

আরও পড়ুন