Ads

রাইসুল জুহালা

আবু সাইফা

মূর্খদের সর্দার আমি
আমার চলা-বলা দুর্বিনীত, মূর্খতায় ভরা
যতবেলা—-
আমি তোমার মনেরমত চলতে পারি
ততবেলা আমি একদমই ঠিকঠাক
পুরোদস্তুর আমার জ্ঞানে-অবিচক্ষণতায় পরিপাটি আমি অতিশয় বিনীত ভদ্রজন।

যখনি আমার কোনো কথা-কাজ তোমার মতের বিরুদ্ধে যায়
তোমার ধৈর্যের বাধ ভেঙে যায়
দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ো তুমি।

আমি তখন মূর্খ
আমি তর্কপ্রিয়
আমি দুষ্কৃতকারী
অথবা কটূক্তিকারী আমি।

তোমার হিংসাস্রোতে খড়কুটোসম আমি ভাসতে থাকি
সর্বোপরি মূর্খদের সর্দার আমি!

আরও পড়ুন