Ads

অক্ষর ছুঁয়ে প্রেম

 

আসুক বৃষ্টির ফোটায় বর্ষার আবেশে ভালোবাসার মাখামাখা দোপেয়াজা।
উহু! এভাবে নয় আলতো হাতে আঁকতে হয় নয়তো ছোঁয়া হয় পথভ্রষ্ট্র!

আসছে না অক্ষর! এসো করি ভালোবাসার রান্না।
বুঝে নিলে মন্দ নয়,
না হলে ভালোবাসার রান্না হবে সব পন্ড!

মনে আছে, আজ কিন্তু আষাঢ় ! কদম, বেলী, হাসানাহেনা কামিনীর, আবেশে নেশাতুর দৃষ্টি।
এ বর্ষা সময়ের সৃষ্টি।

না কি ভুলেছো সবই!
অফিসে সফটওয়্যার আর হার্ডওয়্যার এর নরম কঠিন মনে।
আজ বুঝে নেও কোনক্রমে।
অভিমানের সাথে নরম করে প্রতিক্ষার ভুনাখিচুড়ি! চলবে তো?

না না ওসব বাহানা ছাড়ো, কাছে এসো না।
মনে আছে সব,
অপেক্ষা ভেবে ভুল করি নি প্রতিক্ষায় থাকা বৃষ্টিস্নাত পথে পিছলে যাইনি মোটেও।

ছুঁয়েছো কখনো বৃষ্টির প্রথম ফোটা?
দেখেছো কখনো বর্ষার নোনা জলে কান্নার আর্তনাদ ?
তবে আজ আর করছি না কোন বর্ষার বন্দনা
লিখছি না কোন কবিতা।

বৃষ্টিস্নাত সন্ধ্যেয় এসো হই ভালোবাসার রান্নায় মশগুল।
উপকরণ!
সব এনেছো তো গুনে গুনে? অভিমানের ডালায় সাজিয়ে দুঃখ কষ্ট পাওয়া না পাওয়ার সব মসলাপাতি।

আর আঁচটা?
রেখো তোমার ইচ্ছে মতো উষ্ণ, তীব্র অথবা ধীমে,,
কমিয়ে বাড়িয়ে লিখে নেবো ভালোবাসার রান্না।

লেখকঃ সোহানা_চৌধুরী,কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন