Ads

অন্তরীক্ষের ছন্দপতন

মানসুরা শরীফ

অসীম উদার আকাশ পানে
নিশ্চল কালো দুটি আঁখি
নিভে যাওয়া আলোর সন্ধানে
দীর্ঘ ছায়াপথ পাড়ি দেয় সঙ্গোপনে

অধুনা তারাপতি আঁধার চিঁড়ে
গগন মাঝে নব ক্ষণের আলপনা দেয় একে
তুষার শুভ্র মেঘেদের দল যায় ছেয়ে
নিধন নরপতি কার পানে আসছে ধেয়ে।

পাথার ভেদ করে কিসের গর্জন
শর্বরের নিরবতা করে চূর্ণবিচূর্ণ
মহীরুহ ছমছম সুর তোলে শঙ্কিত ঝড়ে
অন্তঃকরণে নিথর মহোর্মি, চিন্তা রেখা ললাটে

সূর্যসারথি বর্ণ কান্তিমান, অভূতপূর্ব চিত্ত
অলখ স্পৃহার জাগানোর অত্যদ্ভুত
অসিত অলকের মতো ছড়ানো অংশুমালা
প্রভঞ্জনে ভেসে যাওয়া অশুভ অবহেলা।

লেখক- শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন